shono
Advertisement
Abneet Bharti

'বিদেশি' রায়ান এলেও জাতীয় দলে যোগ দিচ্ছেন না অবনীত! কিন্তু কেন?

বলিভিয়ার ক্লাবে খেলেন নেপালে জন্মানো অবনীত।
Published By: Arpan DasPosted: 10:07 AM Nov 12, 2025Updated: 10:07 AM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন রায়ান উইলিয়ামস ও অবনীত ভারতী। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান ইতিমধ্যেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন। কিন্তু আসতে পারবেন না অবনীত। জানা গিয়েছে, বলিভিয়ার ক্লাব ২৭ বছর বয়সি ডিফেন্ডারকে ছাড়তে নারাজ।

Advertisement

ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ভারতের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ। সেটা অবশ্য নিয়মরক্ষার। সেই ম্যাচের জন্য ডাক পেয়েছেন অবনীত। জন্ম নেপালে হলেও ভারতীয় পাসপোর্ট আছে। বলিভিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব অ্যাকাডেমিয়া ডেল বলোমপি বলিভিয়ানোতে খেলেন। এর আগে তিনি আর্জেন্টিনার সোল ডি মায়োতেও খেলেছিলেন।

কিন্তু এখনই ভারতের হয়ে খেলা হচ্ছে না অবনীতের। কারণ, জাতীয় দলে খেলার জন্য তাঁর ক্লাব থেকে ছাড়ছে না। মূলত যাতায়াতের সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ফলে অবনীতকে ভারতীয় দলের জার্সি পরার জন্য আগামী বছরের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ আছে ভারতের।

উল্লেখ্য, চেক ন্যাশনাল ফুটবল লিগের ক্লাব এফকে ভার্নসডর্ফ থেকে লোনে অবনীতকে কিনে নিয়েছিল বলিভিয়ার ক্লাব। ২৭ বছর বয়সি এই ফুটবলার খেলেন সেন্টার ব্যাক পজিশনে। বাবা চাকরি সূত্রে দূতাবাস কর্মী হওয়ায় বিভিন্ন দেশে কাটাতে হয়েছে অবনীতকে। ২০১৯-২০ মরশুমে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন নেপালে জন্মানো এই ফুটবলার। যদিও কেরিয়ারের বেশিরভাগ সময়টা দেশের বাইরেই খেলতে হয়েছে তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন রায়ান উইলিয়ামস ও অবনীত ভারতী।
  • ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান ইতিমধ্যেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন।
  • কিন্তু আসতে পারবেন না অবনীত। জানা গিয়েছে, বলিভিয়ার ক্লাব ২৭ বছর বয়সি ডিফেন্ডারকে ছাড়তে নারাজ।
Advertisement