স্টাফ রিপোর্টার: আই লিগ দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার পর ফের সর্বভারতীয় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ডায়মন্ডহারবার এফসি। বৃহস্পতিবার অসমে অনুষ্ঠিত অয়েল ইন্ডিয়া গোল্ড কাপ প্রতিযোগিতার ফাইনালে শিলং লাজং এফসিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ডায়মন্ড হারবার। সারা প্রতিযোগিতায় ধারাবাহিকতা দেখিয়েছে তারা।
এদিন প্রথমার্ধেই ব্রাইট এনাখোবার ও জবি জাস্টিনের গোলে এগিয়েছিল ডায়মন্ড হারবার। এই দুই গোলই জয়ের ভিত গড়ে দিয়েছিল ডায়মন্ড হারবারের। দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও সমতায় ফেরাতে ব্যর্থ পাহাড়ি দলটি। আই লিগে নামার আগে সর্বভারতীয় প্রতিযোগিতায় খেলে নিজেদের প্রস্তুত করতে চাইছিল ডায়মন্ড হারবার এফসি। কয়েক মাস আগে ডুরান্ড কাপে প্রথমবার অংশ নিয়ে ফাইনালে পৌঁছে প্রশংসা কুড়িয়েছিলেন মিকেল কোর্তাজাররা।
ডায়মন্ড হারবার এফসির মতো শিলং লাজংও আই লিগে নামার আগে এই প্রতিযোগিতাকে প্রস্তুতি হিসাবেই দেখছে। সেই দিক থেকে দেখতে গেলে আই লিগে নামার আগে এই চ্যাম্পিয়ন হওয়া আত্মবিশ্বাস বাড়াবে জবি জাস্টিনদের। এদিন ম্যাচের শেষে ডায়মন্ড হারবার এফসির সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আই লিগ খেলতে নামার আগে এই ধরনের টুর্নামেন্ট খেলতে চাইছি দল তৈরি করার জন্য। শুধু এই প্রতিযোগিতাই নয়, আমরা আরও যদি ভালো প্রতিযোগিতা পাই তাহলে খেলব।"
