shono
Advertisement
Diamond Harbour FC

অপরাজিত থেকেই শেষ আই লিগ ২, ডায়মন্ড হারবারের ট্রফিজয়ের উদযাপনে উপস্থিত অরূপ বিশ্বাস

শেষ ম্যাচে বেঙ্গালুরু ইউনাইটেডের সঙ্গে ড্র করল ডায়মন্ড হারবার।
Published By: Arpan DasPosted: 09:42 PM Apr 26, 2025Updated: 09:54 PM Apr 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাজিত থেকেই আই লিগ ২ শেষ করল ডায়মন্ড হারবার। তবে শেষ ম্যাচে তারা বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল। ম্যাচের পর কিবু ভিকুনার দলের হাতে উঠল বহু প্রতীক্ষিত ট্রফি। যার জন্য এতদিনের পরিশ্রম পিন্টু প্রধান, জব জাস্টিনদের। নৈহাটি স্টেডিয়ামে আই লিগ ২ ট্রফি হাতে পাওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ভারতীয় ফুটবলের ডিরেক্টর সুব্রত পাল।

Advertisement

অবশ্য এই ম্যাচের আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল ডায়মন্ড হারবার। চানমারি এফসি’কে ১-০ গোলে হারিয়ে শিরোপা ছিনিয়ে নিয়েছিল তারা। তারও আগে নিশ্চিত হয়ে গিয়েছিল আই লিগে উত্তরণ। বেঙ্গালুরুর বিরুদ্ধে নিয়মরক্ষার হলেও চর্চায় ছিল, অপরাজিত থেকেই চ্যাম্পিয়নের ট্রফি হাতে তুলতে পারবে কি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। ড্র করলেও সেই পরীক্ষায় তাঁরা সম্পূর্ণ সফল। ম্যাচ শেষ হয় গোলশূন্য ভাবে।

ম্যাচের পর 'চ্যাম্পিয়ন' লেখা জার্সিতে উদযাপনে মাতলেন সমর্থকরা। সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও ভারতীয় ফুটবলের ডিরেক্টর সুব্রত পাল। ফুটবলারদেরকে 'চ্যাম্পিয়ন' মেডেল পরিয়ে দেন ক্রীড়ামন্ত্রী। ডায়মন্ড হারবারের অধিনায়ক বিক্রমজিতের হাতে আই লিগ ২ ট্রফিও তুলে দেন দুজন। উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের শ্রদ্ধা জানাতে বিজয় মিছিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

১৬ ম্যাচে কিবু ভিকুনার দলের পয়েন্ট ৩৮। জিতেছে ১১টি ম্যাচ। ড্র পাঁচটিতে। ডায়মন্ড হারবার ছাড়াও চানমারি এফসি আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। আই লিগ ৩ জয়ের পর আই লিগ ২-ও জিতল ডায়মন্ড হারবার। ক্লাবের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই লক্ষ্য স্থির করে রেখেছেন। তাদের পরবর্তী লক্ষ্য আই লিগ জিতে আইএসএলে যোগ্যতা অর্জন করা। 

ছবি: সায়ন্তন ঘোষ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অপরাজিত থেকেই আই লিগ ২ শেষ করল ডায়মন্ড হারবার।
  • তবে শেষ ম্যাচে তারা বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে আটকে গেল।
  • ম্যাচের পর কিবু ভিকুনার দলের হাতে উঠল বহু প্রতীক্ষিত ট্রফি। যার জন্য এতদিনের পরিশ্রম পিন্টু প্রধান, জব জাস্টিনদের।
Advertisement