shono
Advertisement

Breaking News

Diamond Harbour FC

আজ সামনে মহামেডান, তবু কলকাতা লিগ ভুলে ডুরান্ডের চিন্তায় মগ্ন ডায়মন্ড হারবার এফসি

মঙ্গলবার মহামেডানকে পরখ করে নেওয়ার ভালো সুযোগ রয়েছে ভিকুনার সামনে।
Published By: Anwesha AdhikaryPosted: 11:36 AM Jul 22, 2025Updated: 11:36 AM Jul 22, 2025

স্টাফ রিপোর্টার: কে বলবে এই দলটাই মঙ্গলবার ঘরোয়া লিগে খেলতে নামবে মহামেডানের বিরুদ্ধে! অথচ ডায়মন্ডহারবার এফসির টিডি কিবু ভিকুনার মুখে এখন শুধুই ডুরান্ড কাপের কথা। মঙ্গলবারের পর ২৮ জুলাই ডুরান্ডের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আবার এই মহামেডানের বিরুদ্ধেই খেলতে নামবেন জবি জাস্টিনরা। স্বাভাবিকভাবেই ডুরান্ডে মুখোমুখি হওয়ার আগে মঙ্গলবার মহামেডানকে পরখ করে নেওয়ার ভালো সুযোগ রয়েছে ভিকুনার সামনে।

Advertisement

ডায়মন্ডহারবার এফসি ঘরোয়া লিগে যুব দল খেলাচ্ছে। সঙ্গে কয়েকজন হাতে গোনা সিনিয়র ফুটবলার। তবে মহামেডান বেশ চাপে পড়েছে রেজিস্ট্রেশন ব্যান থাকায়। ফলে সাদা-কালো জার্সি পরে যাঁরা কলকাতা লিগে নামছেন, তাঁরাই ডুরান্ডে নামবেন। বেঞ্চে না বসলেও মঙ্গলবার কলকাতা লিগের ম্যাচ দেখতে নৈহাটিতে মাঠে যাবেন ডায়মন্ডহারবার টিডি। তিনি বলছেন ডুরান্ডে তাঁদের গ্রুপে থাকা মোহনবাগান, বিএসএফ, মহামেডান সম্পর্কে ধারণা না থাকলেও মঙ্গলবার মহামেডান ম্যাচ দেখলে মহামেডান সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হবে।

ডুরান্ডের কথা মাথায় রেখেই নরহরি শ্রেষ্ঠাদেরও ঘরোয়া লিগে ব্যবহার করবে না ডায়মন্ডহারবার। এদিন ডায়মন্ডহারবার এফসির তরফে নতুন বিদেশি মিকেল কোর্টাজার-সহ জবি জাস্টিন, গিরিক খোসলারা সাংবাদিক সম্মেলনে হাজির হন। ছিলেন ক্লাব সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ডুরান্ড কাপে শুধু প্রতিযোগিতায় নামার জন্য অংশ নিচ্ছেন না তাঁরা। বরং গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার স্বপ্ন দেখছেন। ইতিমধ্যেই যোগ দিয়েছেন দুই বিদেশি। লুকা মায়সেনের মতো বিদেশিকে ডুরান্ডের মধ্যেই উড়িয়ে নিয়ে আসার চেষ্টা হচ্ছে।

আজ ঘরোয়া লিগে
ডায়মন্ডহারবার এফসি বনাম মহামেডান
নৈহাটি স্টেডিয়াম, দুপুর ৩.০০
সরাসরি এসএসইএন অ্যাপে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডায়মন্ডহারবার এফসি ঘরোয়া লিগে যুব দল খেলাচ্ছে। সঙ্গে কয়েকজন হাতে গোনা সিনিয়র ফুটবলার।
  • মোহনবাগান, বিএসএফ, মহামেডান সম্পর্কে ধারণা না থাকলেও মঙ্গলবার মহামেডান ম্যাচ দেখলে মহামেডান সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হবে।
  • ডুরান্ডের কথা মাথায় রেখেই নরহরি শ্রেষ্ঠাদেরও ঘরোয়া লিগে ব্যবহার করবে না ডায়মন্ডহারবার।
Advertisement