সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডার্বি নয়, গোট কনসার্টে মেসির সামনে মোহনবাগান অল স্টার্সের মুখোমুখি হচ্ছে ডায়মন্ড হারবার মেসি অল স্টার্স একাদশ। এদিন ডায়মন্ডহারবারের তরফ থেকে গোট কনসার্টের অনুষ্ঠানে তাদের ক্লাবের লোগো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে মোহনবাগানের তরফ থেকে একই অনুমতি পেয়ে গিয়েছিলেন গোট কনসার্টের উদ্যোক্তারা।
এই অলস্টার ম্যাচে ভারতের প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি টাইগার শ্রফ, জন আব্রাহামের মতো বলিউড তারকারাও অংশ নেওয়ার কথা। গোট কনসার্টটি হওয়ার কথা ১৩ ডিসেম্বর। প্রথমে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের নাম ভেসে আসছিল। অবশেষে চূড়ান্ত হলো মোহনবাগান ও ডায়মন্ড হারবার এফসির। মঙ্গলবার ডায়মন্ড হারবার এফসির ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়ে মেসির সফরের আয়োজক শতদ্রু দত্তকে জানান, ডায়মন্ড হারবার এফসির চিফ প্যাট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোট কনসার্টে ডায়মন্ড হারবার এফসির লোগো ব্যবহারের অনুমতি দিয়েছেন। শতদ্রুও নিজের ফেসবুক পোস্টে সে কথা জানিয়েছেন।
এই কনসার্টে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন লিওনেল মেসি। সেই ক্লিনিকে থাকার কথা রড্রিগে দে পল ও সুয়ারেজের মতো বিশ্বখ্যাত তারকার। এর আগে করলে আর্জেন্টিনা দল একটি ফিফা ফ্রেন্ডলি খেলতে আসার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। ফলে মেসিকে দেখার জন্য মুখিয়ে রয়েছে দেশের ফুটবল প্রেমীরা।
কলকাতা ছাড়াও দিল্লি, মুম্বই ও হায়দরাবাদে যাওয়ার কথা রয়েছে। এর আগে ২০১১ সালে প্রথমবার ভারতে পা রেখেছিলেন লিওনেল মেসি। সেবার আর্জেন্টিনা দলের হয়ে একটি ফিফা ফ্রেন্ডলিতে অংশ নিয়েছিলেন তিনি। ভেনেজুয়েলার বিরুদ্ধে সেই ম্যাচেই প্রথমবার দেশের ক্যাপ্টেন হন তিনি।
