সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬-র বিশ্বকাপের আয়োজক একসঙ্গে তিনটি দেশ। আমেরিকা ছাড়াও আছে মেক্সিকো ও কানাডা। কিন্তু সাম্প্রতিক সময়ে চড়া শুল্কনীতির কারণে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে মেক্সিকো ও কানাডার। তাতে অবশ্য মজাই পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মতে, এই উত্তাপের জেরে টুর্নামেন্টের উত্তেজনা আরও বাড়বে।
বিশ্বকাপ আয়োজনের জন্য বিশেষ টাস্ক ফোর্স তৈরি করেছে হোয়াইট হাউস থেকে। যার শীর্ষে রয়েছেন খোদ ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে বিশ্বকাপের টাস্ক ফোর্সের কথা ঘোষণা করেন তিনি। মূলত নিরাপত্তা ও আয়োজনের খুঁটিনাটি দেখভাল করবে এই সংগঠন। ট্রাম্পের নিজের কথায়, "সব কিছু যাতে নিখুঁত ভাবে চলে, সেই বিষয়ে আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি।"
এই প্রথমবার ৪৮টি দেশ নিয়ে হতে চলেছে বিশ্বকাপ। ১০৪টি দেশের মধ্যে ৭৮টি ম্যাচ হবে আমেরিকায়। যেখানে মেক্সিকো ও কানাডায় হবে ১৩টি করে ম্যাচ। কিন্তু 'শুল্কযুদ্ধে'র মধ্যে তিন দেশের মধ্যে তালমিল রেখে ঠিকভাবে বিশ্বকাপ আয়োজন সম্ভব? ট্রাম্পের সপাট উত্তর, "উত্তেজনা তো ভালো জিনিস। সেটা বিশ্বকাপের উন্মাদনা আরও বাড়িয়ে দেবে।"
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প সাদা বাড়ির দখল নেওয়ার পরই মার্কিন বাণিজ্যনীতিতে বিরাট রদবদল এনেছেন। স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছেন, যে দেশ আমেরিকার উপর শুল্ক চাপায়, তাদের উপর পালটা শুল্ক চাপাবে আমেরিকাও এবং এই শুল্ক ৩৫ শতাংশ পর্যন্তও হতে পারে বলে জানিয়ে দেন ট্রাম্প। সেইমতো কানাডা ও মেক্সিকোর উপর ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়। কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়ে মার্কিন স্টক মার্কেটে। যে কারণে আগামী ২ এপ্রিল পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে।
