shono
Advertisement
CFL Derby

কলকাতা লিগে কোন স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল? জানিয়ে দিল আইএফএ

১৯ জুলাই কলকাতা লিগে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
Published By: Arpan DasPosted: 07:21 PM Jul 14, 2025Updated: 07:38 PM Jul 14, 2025

প্রসূন বিশ্বাস: ১৯ জুলাই কলকাতা লিগে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। দুই দলের তরুণ ব্রিগেড নামলেও বড় ম্যাচ তো বড় ম্যাচই। সেই নিয়ে আবেগ-উত্তেজনা কম নয়। কিন্তু কোথায় হচ্ছে ডার্বি? আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রধান। এর আগে কল্যাণীতে আই লিগ-সহ বহু গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। কিন্তু সেখানে ডার্বি হতে চলেছে এই প্রথম।

Advertisement

চলতি মরশুমে কলকাতা লিগে অধিকাংশ ম্যাচ হয়েছে দুপুরে। তবে চেষ্টা করা হচ্ছে, ফ্লাডলাইটের আলোয় ডার্বি আয়োজন করার। সেক্ষেত্রে ডার্বি শুরু হতে পারে সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে। প্রথমে বারাসত স্টেডিয়ামে ম্যাচটি করতে চেয়েছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কিন্তু বারাসত স্টেডিয়াম এই মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে না বলে জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে কল্যাণীই প্রথম পছন্দ। ইতিমধ্যে আইএফএ সচিব কল্যাণী স্টেডিয়ামে পরিদর্শন করে এসেছেন। নিরাপত্তাজনিত কিছু সমস্যা ছিল, সেগুলোরও সুরাহা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

কলকাতা লিগে এ গ্রুপে আছে দুই প্রধান। যেখানে ৪ ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ৭। রয়েছে লিগ টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে সপ্তম স্থানে থাকা ইস্টবেঙ্গলের পয়েন্ট ৩ ম্যাচে ৫। শেষ ম্যাচে তারা কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে। অন্যদিকে জর্জ টেলিগ্রাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মোহনবাগানও। ডার্বির আগে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ১৫ জুলাই মামণি পাঠচক্রের বিরুদ্ধে। তার পরের দিনই কালীঘাট মিলন সংঘের মুখোমুখি হবে মোহনবাগান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৯ জুলাই কলকাতা লিগে মুখোমুখি হচ্ছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল।
  • দুই দলের তরুণ ব্রিগেড নামলেও বড় ম্যাচ তো বড় ম্যাচই। সেই নিয়ে আবেগ-উত্তেজনা কম নয়।
  • ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই প্রধান।
Advertisement