shono
Advertisement
ISL

বিসিসিআই পাশে দাঁড়াক ফেডারেশনের, আইএসএলের অনিশ্চয়তায় মত ইস্টবেঙ্গল কর্তা দেবব্রতর

লাল-হলুদ কর্তা মনে করেন, আইএসএল হবেই।
Published By: Arpan DasPosted: 02:34 PM Nov 09, 2025Updated: 02:34 PM Nov 09, 2025

স্টাফ রিপোর্টার: আইএসএল কবে হবে কেউ জানে না। মোহনবাগান ইতিমধ্যেই জানিয়েছে লিগের তারিখ না জানা পর্যন্ত তারা অনুশীলনে নামছে না। ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনাল থাকায় সোমবার থেকে প্র্যাকটিসে শুরু করতে চলেছে। বিড প্রক্রিয়ায় কোনও সংস্থা অংশ না নেওয়ায় আইএসএলের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

Advertisement

এমন পরিস্থিতিতে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই-কে অনুরোধ করলেন ফেডারেশনের পাশে দাঁড়াতে। ইস্টবেঙ্গল কর্তা বলেন, "ব্যক্তিগতভাবে বিসিসিআই-এর কাছে অনুরোধ করব, এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা পরিস্থিতি তাতে পাশে দাঁড়িয়ে এই প্রতিকূলতা থেকে ফেডারেশনকে টেনে তুলতে। বিসিসিআই যদি আগামী চার-পাঁচ বছর ফুটবল ফেডারেশনকে স্পনসর করে, তাহলে এই সমস্যার সমাধান হয়। আমার মনে হয় ১০০-১৫০ কোটি টাকা তাদের কাছে এমন কিছু বিষয় হবে না। যদি বিসিসিআই এই দায়িত্বটা নিতে পারে তাহলে আমাদের দেশের ফুটবল এগিয়ে যেতে পারে ভালোভাবে।”

তিনি আরও যোগ করেন, "আমরা অনুশীলন বন্ধ করিনি। আমাদের ইনভেস্টর ফুটবলার, কোচের বেতনও বন্ধ করেনি। যতদূর জানি, ১০ নভেম্বর থেকে আমাদের অনুশীলন আবার শুরু হবে। তবে আমি মনে করি আইএসএল হবে। এভাবে ভারতীয় ফুটবল বন্ধ হতে পারে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আইএসএল কবে হবে কেউ জানে না।
  • মোহনবাগান ইতিমধ্যেই জানিয়েছে লিগের তারিখ না জানা পর্যন্ত তারা অনুশীলনে নামছে না।
  • ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনাল থাকায় সোমবার থেকে প্র্যাকটিসে শুরু করতে চলেছে।
Advertisement