shono
Advertisement
East Bengal

দলবদলের বাজারে 'ত্রয়ী' চমক, একসঙ্গে তিন বিদেশির নাম ঘোষণা ইস্টবেঙ্গলের

তিন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়ে দিয়েছে লাল-হলুদ।
Published By: Arpan DasPosted: 03:56 PM Jul 18, 2025Updated: 03:56 PM Jul 18, 2025

প্রসূন বিশ্বাস: জল্পনা ছড়িয়েছিল বৃহস্পতিবার রাতেই। সোশাল মিডিয়ার পোস্টে একসঙ্গে 'ত্রয়ী' বিদেশিকে সই করার বার্তা দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল। অবশেষে এক বছরের চুক্তিতে মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল। এদের মধ্যে মিগুয়েল বসুন্ধরা কিংসে লাল-হলুদের কোচ অস্কার ব্রুজোর অধীনে খেলেছেন। অন্যদিকে বৃহস্পতিবার রাতে শহরে পা দিয়েছেন প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মহম্মদ রশিদ। আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়েকেও দলে নিয়েছে ইস্টবেঙ্গল।

Advertisement

তিন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়ে দিয়েছে লাল-হলুদ। মিগুয়েল পরবেন ৮ নম্বর জার্সি, রশিদ পরবেন ৭৪ নম্বর ও সিবিয়ের জন্য বরাদ্দ ৬ নম্বর জার্সি। গত মরশুমটা একেবারেই ভালো যায়নি ইস্টবেঙ্গলের। যে কারণে একাধিক বিদেশিদের বাদ দিয়ে কার্যত নতুন করে দল গোছানো হচ্ছে। তিন বিদেশির দলে আসা নিয়ে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবোই সিংটো বলছেন, "মিগুয়েল, রশিদ, কেভিন, তিন ফুটবলারই আগে নিজেদের প্রমাণ করেছে। যারা পার্থক্য গড়ে দিতে পারবে, আমরা সেরকম প্লেয়ারদের দলে নিয়েছি। অস্কারের পরিকল্পনা অনুযায়ী এদের নেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, ওরা দলে প্রভাব রাখতে পারবে।"

মিডফিল্ডার মিগুয়েল সৃজনশীলতার পাশাপাশি রক্ষণেও ভূমিকা নিতে পারে। তিনবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছেন। বসুন্ধরার হয়ে ৬৪টি ম্যাচে ৩৭টি গোল ও ২৬টি অ্যাসিস্ট আছে। অন্যদিকে প্যালেস্টিয়ানকে এএফসি এশিয়ান কাপের শেষ ষোলোয় তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডিফেন্সিভ মিডফিল্ডার মহম্মদ রশিদের। মিডফিল্ডে ধরে খেলতে পারেন। এর আগে ইন্দোনেশিয়ার পারসেবায়া সুরাবায়ার হয়ে ৩৩ ম্যাচে ৬টি গোল করেছেন। আর্জেন্টিনার ডিফেন্ডার কেভিন সিবিয়ে রিভার প্লেট অ্যাকাডেমি থেকে উঠে এসেছেন। গত বছর ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে মন্থর ডিফেন্স। সেখানে ২৬ বছর বয়সি কেভিনের আগমনে লাল-হলুদের রক্ষণভাগ আরও শক্তিশালী হতে পারে।

ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো বলছেন, "মিগুয়েল খেলা বদলে দিতে পারে। ও কেরিয়ারের সেরা ফর্মে আছে। কেভিন ডিফেন্সের পাশাপাশি আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। রশিদ খুবই শক্তিশালী ডিফেন্সিভ মিডফিল্ডার। বল দখল করতে পারে, দলকে নেতৃত্ব দিতে পারে। তাছাড়া ওর দূরপাল্লার শটে গোল করার অভিজ্ঞতা আছে।"

তিন ফুটবলারই খুশি ইস্টবেঙ্গলে যোগ দিয়ে। মিগুয়েল বলছেন, "সমর্থকদের জন্য ট্রফি জিততে চাই।" রশিদের বক্তব্য, "লাল-হলুদ পরিবারে যোগ দিয়ে গর্বিত।" সিবিয়ে বলছেন, "ইস্টবেঙ্গলের সমর্থকদের সামনে খেলার জন্য মুখিয়ে আছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জল্পনা ছড়িয়েছিল বৃহস্পতিবার রাতেই। সোশাল মিডিয়ার পোস্টে একসঙ্গে 'ত্রয়ী' বিদেশিকে সই করার বার্তা দিয়ে রেখেছিল ইস্টবেঙ্গল।
  • অবশেষে এক বছরের চুক্তিতে মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ের নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।
  • তিন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়ে দিয়েছে লাল-হলুদ।
Advertisement