shono
Advertisement
Roberto Baggio

নিজের বাড়িতেই ডাকাতদের হাতে আক্রান্ত বাজ্জিও, মার খেয়ে হাসপাতালে প্রাক্তন তারকা

বাজ্জিওর মাথায় বন্দুক ধরে মূল্যবান জিনিস হাতিয়ে নেয় ডাকাতরা।
Published By: Krishanu MazumderPosted: 02:17 PM Jun 21, 2024Updated: 02:47 PM Jun 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসময়ে তাঁকে বলা হত, দেশের সবথেকে সুদর্শন ফুটবলার। নব্বই-এর বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের (তৎকালীন চেকোস্লোভাকিয়া) বিরুদ্ধে তাঁর গোল এখনও গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে সমাদৃত। সেই রবার্তো বাজ্জিও নিজের বাড়িতেই ডাকাত দলের হাতে আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার ইউরো কাপে (Euro Cup 2024) ইটালি-স্পেনের রুদ্ধশ্বাস ম্যাচ ছিল। বাড়িতে বসে সেই ম্যাচ দেখছিলেন বাজ্জিও (Roberto Baggio)। ইটালির স্থানীয় সময় রাত দশটা নাগাদ পাঁচ জন সশস্ত্র দুষ্কৃতী বাজ্জোর বাড়িতে ঢুকে পড়েন। তাঁর মাথায় বন্দুক ধরে গহনা, দামি ঘড়ি এবং টাকা হাতাতে শুরু করে ডাকাতরা। প্রাক্তন ফুটবলার বাধা দেন। তখনই দুষ্কৃতীরা তাঁর মাথায় বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেন। বাজ্জিওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য নকআউট, চোট অগ্রাহ্য করেই আজ নেদারল্যান্ডসের সামনে ‘মাস্কম্যান’ এমবাপে]

ইউরোতে ইটালি-স্পেনের দুর্দান্ত ম্যাচের জন্য ইটালির রাজপথ শুনশান হয়ে যায়। পাঁচ জন দুষ্কৃতী ঢুকে পড়ে বাজ্জিওর বাড়িতে। তাঁকে মারধর করা হয়। আহত বাজ্জিও এবং তাঁর পরিবরাকে ঘরে আটকে রেখে চলে যায় দুষ্কৃতীরা। প্রাক্তন ফুটবলার যখন নিশ্চিত হন, দুষ্কৃতীরা চলে গিয়েছে, তখন দরজা ভেঙে বেরোন বাজ্জিও। খবর দেন পুলিশকে। পুলিশ ইটালির প্রাক্তন ফুটবলারকে হাসপাতালে পাঠান। সেখানে তাঁর ক্ষতে কয়েকটা সেলাই পড়ে। তাঁর পরিবার গোটা ঘটনায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়লেও, চোট আঘাত লাগেনি।
ফুটবলার জীবনে বাজ্জিওকে খেলতে দেখা গিয়েছে ইটালির তিন বিখ্যাত ক্লাবে-জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলানে। জুভেন্টাসে খেলার সময়ে ব্যালন ডি অর পান বাজ্জিও। তবে দেশের জার্সিতে বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেননি ইটালির অন্যতম সেরা এই ফুটবলার। ১৯৯৪ বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল ও ইটালি ম্যাচ নব্বই মিনিট গোলশূন্য থাকে। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও ম্যাচ গোলশূন্য থাকায়, পেনাল্টি শুট আউটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। পেনাল্টি শুট আউটে বাজ্জিও বল উড়িয়ে দেন বারের উপর দিয়ে। সেই বাজ্জিওকে নিজের বাড়িতেই মারধর করল ডাকাতরা। 

[আরও পড়ুন: জয় দিয়ে কোপা শুরু বিশ্বজয়ীদের, মেসির নজির গড়া ম্যাচে কানাডাকে হারাল আর্জেন্টিনা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একসময়ে তাঁকে বলা হত, দেশের সবথেকে সুদর্শন ফুটবলার।
  • নব্বই-এর বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের (তৎকালীন চেকোস্লোভাকিয়া) বিরুদ্ধে তাঁর গোল এখনও গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে সমাদৃত।
  • সেই রবার্তো বাজ্জিও নিজের বাড়িতেই ডাকাত দলের হাতে আক্রান্ত হলেন।
Advertisement