সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কের ব্রুকলিন পার্কে উন্মোচিত হল ২০২৬ ফিফা বিশ্বকাপের বল। যার নাম 'ট্রাইওন্ডা'। বলটির একাধিক বিশেষত্ব রয়েছে। এর নকশা তিন আয়োজক দেশ - মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ঐক্যের প্রতিনিধিত্ব করে। বলটি ডিজাইন করেছে অ্যাডিডাস। ১৯৭০ সাল থেকে তারাই ফিফা বিশ্বকাপের অফিসিয়াল বল পার্টনার।
'ট্রাইওন্ডা' নামের অর্থও বেশ তাৎপর্যপূর্ণ। 'ট্রাই' অর্থাৎ তিন এবং 'ওন্ডা' অর্থাৎ তরঙ্গ। যা তিনটি রঙের তরঙ্গকে নির্দেশ করে। কী সেই রং? লাল, সবুজ এবং নীল। রংগুলি আয়োজক দেশগুলির জাতীয় পতাকার একটি রং থেকে। লাল রঙের অর্থ আমেরিকা, সবুজ রঙের অর্থ মেক্সিকো, নীল রং বোঝাবে কানাডাকে। তাছাড়াও বলে রয়েছে তিন দেশের প্রতীক। আমেরিকার তারা, কানাডার ম্যাপেল পাতা, মেক্সিকোর ঈগল।
বলে রয়েছে বিশ্বকাপের লোগো। যা এমনভাবে খোদাই করা হয়েছে, তাতে গোলকিপারদের বল ধরতে কোনও সমস্যা হবে না। বলে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সেন্সর। এর ফলে ভার-কে ঠিক মতো তথ্য দেওয়া যাবে। অর্থাৎ আরও নিখুঁত হবে হ্যান্ডবল, অফসাইডের সিদ্ধান্তগুলি। তাছাড়াও সিদ্ধান্তে পৌঁছাতে আগের থেকে অনেক কম সময় লাগবে। অনেকেই তাই একে বলছেন 'স্মার্ট বল'।
বৃহস্পতিবার জমকালো অনুষ্ঠানে হাজির ছিলেন পাঁচ বিশ্বকাপজয়ী - জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমান, ব্রাজিলের কাফু, ইটালির আলেসান্দ্রো দেল পিয়েরো, স্পেনের জাভি হার্নান্দেজ এবং ফ্রান্সের জিনেদিন জিদান। প্রত্যেকের হাতেই ছিল একটা ছিল ফুটবল। নতুন বল উন্মোচনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, "ট্রাইওন্ডা বল আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে আমি খুশি। একই সঙ্গে গর্বিত। বিশ্বকাপের জন্য অ্যাডিডাস আইকনিক বল তৈরি করেছে। এর নকশা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ফুটে উঠেছে কানাডা, মেক্সিকো ও আমেরিকার ঐক্য এবং উচ্ছ্বাস।"
