shono
Advertisement

Breaking News

Lionel Messi

কলকাতায় আসার আগে মেসির মুকুটে নতুন পালক, তৈরি অবসর পরিকল্পনাও

ইন্টার মায়ামির হয়ে সদ্য এমএলএস কাপ জিতেছেন লিওনেল মেসি।
Published By: Arpan DasPosted: 11:57 AM Dec 10, 2025Updated: 03:59 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারে আরও একটি পালক। দিন কয়েক আগে ইন্টার মায়ামির হয়ে মেজর সকার লিগের কাপ জিতেছেন লিওনেল মেসি। আগামী ১৩ ডিসেম্বর কলকাতায় পা রাখছেন তিনি। তার আগে ফের এমএলএসের সেরা প্লেয়ারের তকমা জুড়ল মেসির নামে। সেই সঙ্গে প্রকাশ্যে এল আর্জেন্তিনীয় কিংবদন্তির অবসর পরিকল্পনা। মায়ামির মালিক ডেভিড বেকহ্যাম জানালেন, অবসরের পর বার্সেলোনাতেই ফিরে যেতে চান মেসি।

Advertisement

বয়স ৩৮। কিন্তু খেলার মাঠে যেন তার কোনও প্রভাবই নেই। আমেরিকার লিগে ৩৪টি ম্যাচে তাঁর গোল সংখ্যা ৩৫টি। অ্যাসিস্টের সংখ্যা ২৮। ইন্টার মায়ামি প্রথমবার মেজর সকার লিগের কাপ জিতেছে। মোট ১০১টি গোল করেছে তারা। যার মধ্যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ৬৩টি গোলে অবদান রয়েছে মেসির। এবার টুর্নামেন্টের সেরা প্লেয়ারের পুরস্কারও পেলেন তিনি। এই নিয়ে টানা দু'বার এই পুরস্কার জিতলেন আটবারের ব্যালন ডি'অর বিজেতা। ৭০ শতাংশ ভোটের মাধ্যমে জয়ী হয়েছেন তিনি।

মেসি আসার পর মায়ামির ট্রফি দৌড় শুরু। এর আগে লিগ কাপ, সাপোটার্স শিল্ড জিতেছেন। এবার এমএলএস কাপ জিতলেন। ২০২৮ পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে তাঁর। ইতিমধ্যে অবসরের পরিকল্পনাও করে ফেলেছেন। সেই কথা ফাঁস করেছেন ডেভিড বেকহ্যাম। প্রাক্তন ইংরেজ ফুটবলার চান, অবসরের পর মেসি মায়ামিতেই থাকুক। কিন্তু মেসির পরিকল্পনা রয়েছে বার্সেলোনায় ফিরে যাওয়ার। বেকহ্যাম বলছেন, "লিও আমাকে বলেছে, ও ক্যাম্প ন্যুর কাছে কোথাও থাকতে চায়। ওর মতো কেউ বার্সেলোনাকে ভালোবাসে না। ওর পায়ে বার্সেলোনার ট্যাটু আছে। এমনকী বোতলেও বার্সার লোগো আছে।"

মেসির কেরিয়ারের ১৭ বছর স্পেনের ক্লাবে কেটেছে। তারপর প্যারিস সাঁ জাঁ হয়ে ইন্টার মায়ামিতে যুক্ত হন। সম্প্রতি বার্সেলোনার ক্লাব ক্যাম্প ন্যুতে গোপনে ফিরে গিয়েছিলেন। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর কলকাতায় আসছেন মেসি। তারপর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে যাবেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরিয়ারে আরও একটি পালক। দিন কয়েক আগে ইন্টার মায়ামির হয়ে মেজর সকার লিগের কাপ জিতেছেন লিওনেল মেসি।
  • এবার ফের টুর্নামেন্টের সেরা প্লেয়ারের তকমা জুড়ল মেসির নামে।
  • সেই সঙ্গে প্রকাশ্যে এল আর্জেন্তিনীয় কিংবদন্তির অবসর পরিকল্পনা।
Advertisement