shono
Advertisement
East Bengal Women

বিদেশে মশাল গার্লসের সোনার দৌড় অব্যাহত, পাক ক্লাবকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল

সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচে জয়ী ইস্টবেঙ্গল।
Published By: Anwesha AdhikaryPosted: 03:51 PM Dec 11, 2025Updated: 05:06 PM Dec 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশি টুর্নামেন্টে মশাল গার্লসের সোনার দৌড় অব্যাহত। মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিলেন সুলঞ্জনা রাউলরা। বৃহস্পতিবার পাকিস্তানের করাচি সিটির বিরুদ্ধে ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের (East Bengal Women)। সেই ম্যাচে প্রতিপক্ষকে ২-০ উড়িয়ে দিল লালহলুদের মহিলা ব্রিগেড। আগের ম্যাচে ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ হারিয়েছিল ইস্টবেঙ্গল। 

Advertisement

অপারেশন সিঁদুরের পর ভারত-পাক দ্বৈরথ মানেই সেই ম্যাচ ঘিরে উত্তেজনা বাড়ছে। তাই ভারত এবং পাকিস্তানের ক্লাব দু'টির ম্যাচেও যে হাড্ডাহাড্ডি টক্কর দেখা যাবে, এমনটাই আশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। তবে টুর্নামেন্টের পারফরম্যান্সের নিরিখে দুই দলের অবস্থান একেবারে আলাদা ছিল। একদিকে ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড লেডিস এফসিকে ৪-০ গুঁড়িয়ে দিয়ে মাঠে নেমেছিল লালহলুদ ব্রিগেড। অন্যদিকে করাচি সিটি নিজের প্রথম দুই ম্যাচে ড্র করেছিল ট্রান্সপোর্ট ও নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির সঙ্গে।

এদিন ম্যাচের শুরু থেকেই লালহলুদের দাপট ছিল নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে অনবদ্য গোল আসে সুলঞ্জনা রাউলের বুট থেকে। তারপরও পাক ডিফেন্সের বুক চিরে একাধিক আক্রমণের চেষ্টা করেন ইস্টবেঙ্গল ফরোয়ার্ডরা। কিন্তু প্রথমার্ধে আর গোল আসেনি। বিরতির পর মাঠে নেমেই ৪৯ মিনিটে গোল করেন রেস্টি নার্জিনারি। ওখানেই ম্যাচের ভাগ্য লেখা হয়ে যায়। নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে জেতে ইস্টবেঙ্গল।

রাউন্ড রবিন পর্বে ফাজিলাদের আরও দু'টি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু বৃহস্পতিবারের ম্যাচ জিতে ফাইনালে ওঠার পথে অন্যদের তুলনায় অনেকখানি এগিয়ে রইল ইস্টবেঙ্গল। টানা দুই ম্যাচ জিতে ইস্টবেঙ্গল রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। গোলপার্থক্যেও অন্যদের তুলনায় অনেক এগিয়ে তারা। উল্লেখ্য, পাঁচটি দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্টে থাকা দল ফাইনাল খেলবে আগামী ২০ ডিসেম্বর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারত এবং পাকিস্তানের ক্লাব দু'টির ম্যাচেও যে হাড্ডাহাড্ডি টক্কর দেখা যাবে, এমনটাই আশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা।
  • ম্যাচের শুরু থেকেই লালহলুদের দাপট ছিল নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে অনবদ্য গোল আসে সুলঞ্জনা রাউলের বুট থেকে।
  • বৃহস্পতিবারের ম্যাচ জিতে ফাইনালে ওঠার পথে অন্যদের তুলনায় অনেকখানি এগিয়ে রইল ইস্টবেঙ্গল।
Advertisement