shono
Advertisement
Lionel Messi

মেসির হাতে উঠবে ঐতিহাসিক শিল্ডজয়ের জার্সি! অভিনব উদ্যোগ মোহনবাগানের

১৯১১’র অনুকরণে তৈরি হচ্ছে বিশেষ জার্সি।
Published By: Subhajit MandalPosted: 02:07 PM Dec 10, 2025Updated: 04:34 PM Dec 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়। স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইলফলক। ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের প্রতীক হিসাবে বিশেষ জার্সি মেসির হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট।

Advertisement

ভারতের প্রথম ক্লাব হিসেবে ১৯১১ সালে এই ২৯ জুলাই ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্ট দলকে ১-২ গোলে হারিয়ে প্রথমবার আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। অমর একাদশের সেই ইতিহাস সবুজ-মেরুন সমর্থকদের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা। এবার সেই ইতিহাসের সাক্ষী থাকবেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। জানা গিয়েছে, ১৯১১’র অনুকরণে তৈরি হচ্ছে বিশেষ জার্সি। ম্যাচের আগে তা তুলে দেওয়া হবে মেসির হাতে। শনিবার এলএমটেনের উপস্থিতিতে যুবভারতীতে মোহনবাগান অল স্টারের বিরুদ্ধে ডায়মন্ড হারবারের প্রীতি ম্যাচ। সেই ম্যাচের আগেই ওই জার্সি মেসির হাতে তুলে দেওয়া হবে। ওই জার্সি ফুটবলের বরপুত্রকে উপহার দেবেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্ত। একাধিক প্রাক্তন তারকাও থাকতে পারেন।

মেসির ভারতে আসার যত সময় এগিয়ে আসছে ততই যেন উন্মাদনা বাড়ছে ভক্তদের মধ্যে। কলকাতায় এসে সল্টলেক স্টেডিয়ামে গোট কনসার্টে অংশ নেওয়ার পাশাপাশি লেক টাউন মোড়ের কাছে তাঁর নিজের সত্তর ফুটের মূর্তি উদ্বোধন করার কথা। এতদিন ঠিক ছিল তিনি নিজে যাবেন মূর্তি উদ্বোধন করতে। কিন্তু মঙ্গলবার জানা গিয়েছে নিরাপত্তার কারণে তিনি হোটেল থেকেই ভার্চুয়ালি মূর্তি উদ্বোধন করতে পারেন। যিনি মেসিকে ভারতে আনছেন সেই স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত বলেন, “বর্তমানে যা পরিস্থিতি তাতে ওর যাওয়া নিয়ে নিরাপত্তা জনিত কিছুটা সমস্যা হওয়ায় হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন নিজের মূর্তি।” ১৩ ডিসেম্বর সকালে এই মুর্তি উদ্বোধন হবে।

এই লেকটাউন মোড়েই এর আগে মারাদোনা এসে নিজের মূর্তি উদ্বোধন করে গিয়েছেন কয়েক বছর আগে। শুক্রবার গভীর রাতে শহরে পা দিয়ে বাইপাসের ধারে একটি অভিজাত হোটেলে উঠবেন লিওনেল মেসি। কলকাতার অনুষ্ঠান শেষে ওই দিন দুপুরেই হায়দরাবাদে উড়ে যাবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় ফুটবল ইতিহাসের গৌরবময় অধ্যায়।
  • স্বাধীনতা আন্দোলনের অন্যতম মাইলফলক।
  • ঐতিহাসিক আইএফএ শিল্ড জয়ের প্রতীক হিসাবে বিশেষ জার্সি মেসির হাতে তুলে দিতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট।
Advertisement