সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে আগেই অবসর নিয়েছিলেন। কিন্তু পুরোপুরি ফুটবলকে বিদায় জানানোর কোনও ইঙ্গিতই সাম্প্রতিককালে তিনি দেননি। অথচ বুধবার সবাইকে কার্যত অবাক করেই সোশ্যাল মিডিয়ায় ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন রাফায়েল ভারানে (Raphael Varane)।
৩১ বছরের প্রাক্তন ফরাসি তারকার এই হঠাৎ অবসরে গোটা ফুটবল দুনিয়া হতবাক হয়ে গিয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের কয়েক মাস পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন ভারানে। রিয়াল মাদ্রিদে সাফল্যের সঙ্গে দীর্ঘদিন খেলার পর ২০২১ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেন। ইউনাইটেডে সেভাবে সাফল্য না পেলেও তিন বছর খেলেন। ম্যান ইউয়ের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর চলতি মরশুমে সই করেন ইতালির ক্লাব কোমোতে।
দু’বছরের চুক্তিতে তিনি সই করেছিলেন। কিন্তু কোমোর হয়ে অভিষেক ম্যাচেই হাঁটুতে মারাত্মক চোট পান ভারানে। পরবর্তী পাঁচটি ম্যাচ তিনি খেলতে পারেননি। ফুটবলপ্রেমীরা মনে করছেন, এই চোটের কারণেই তিনি ফুটবলকে বিদায় জানালেন। ২০১১-তে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভারানে। ফুটবলার হিসাবে অসংখ্য সাফল্য পেয়েছেন ভারানে। রিয়ালের হয়ে মোট ১৮টি ট্রফি জিতেছেন। তবে সবথেকে বড় সাফল্য ২০১৮ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া।
অবসর নেওয়ার কথা ঘোষণা করার পর আবেগাল্পুত ভারানে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘ফুটবল জীবনে প্রচুর চ্যালেঞ্জের সামনে পড়েছি। অসংখ্যবার ঘুরে দাঁড়িয়েছি। কিন্তু এবার মনে হয়েছে, থেমে যাওয়ার এটাই সেরা সময়। ওয়েম্বলিতে শেষ ম্যাচে ট্রফি জয়ের স্মৃতি নিয়ে বুট জোড়া তুলে রাখার এটাই সঠিক সময়।’’ সবথেকে বেশি খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। মোট চারটি ক্লাবে তিনি খেলেছেন। সবমিলিয়ে ক্লাব কেরিয়ারে মোট ৪৮০টি ম্যাচে ভারানে খেলেছেন। ঝুলিতে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনবার লা লিগা খেতাব এবং ক্লাব বিশ্বকাপ ট্রফিও রয়েছে তাঁর।