ভারত: ২ (গাংতে, আজলান)
বাংলাদেশ: ২ (আরিফ, হাবিব)
টাইব্রেকারে ৪-১ গোলে জয়ী ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়ন হল ভারত। কলম্বোর রেসকোর্স আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ে জিতল 'ব্লু কোল্টস ইয়ং টাইগার্স'রা। নির্ধারিত সময়ে ম্যাচের ফলাফল ছিল ২-২। টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচের ভাগ্য। সেখানে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়ে খেতাবি লড়াইয়ে বাজিমাত করল ভারত।
শনিবার অসাধারণ শুরু করে ভারত। ৪ মিনিটের মধ্যেই দাল্লালমুওন গাংতের গোলে এগিয়ে যায় ভারত। এরপর প্রেসিং ফুটবল খেলে বল পজিশন নিজেদের অনুকূলে রাখার প্রচেষ্টায় মরিয়া হয়ে ওঠে ভারত। তবে খেলার গতির বিরুদ্ধে গিয়ে ২৫ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। মহম্মদ আরিফের কর্নার থেকে গোল করে মহম্মদ মানি।
গোলের পর বেশ কিছুক্ষণ উজ্জীবিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তবে ৩৮ মিনিটে আজলান শাহের গোলের সুবাদে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারতের ছেলেরা। সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছিল ভারত। অন্যদিকে, পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে তুল্যমূল্য লড়াই চলে। দুই দলই বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলে রূপান্তরিত করতে পারেনি। এক্ষেত্রে দুই দলের গোলকিপারের প্রশংসা করতেই হয়। শেষের ২০ মিনিট বেশ কিছুটা অগোছালো ফুটবল খেলে ভারত। যার মাশুল গুনতে হয় ম্যাচের একেবারে অন্তিমে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে (৯০+৭) বাংলাদেশকে সমতায় ফেরান ঈশান হাবিব। এর পর টাইব্রেকারে ভারতের সামনে কল্কে পায়নি বাংলাদেশ।
