shono
Advertisement
Indian Football Team

সাত বছরে নিকৃষ্টতম র‌্যাঙ্কিং ভারতীয় ফুটবলের! ফেডারেশন তবু স্টিমাচের পাশেই

বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে খারাপ পারফরম্যান্সের ফল পেল ভারতীয় ফুটবল দল।
Posted: 07:25 PM Apr 04, 2024Updated: 09:18 PM Apr 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে (FIFA World Cup Qualifier) আফগানিস্তানের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের ফল হাতেনাতে পেল ভারতীয় ফুটবল (Indian Football Team)। সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে (FIFA Ranking) ১২১ নম্বরে আছে ব্লু টাইগার্সরা। বিগত সাত বছরে এটা ভারতের সব থেকে খারাপ র‍্যাঙ্কিং।

Advertisement

২০২৬ সালের বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ম্যাচে আফগানদের মুখোমুখি হয়েছিলেন সুনীল ছেত্রীরা। গত মার্চে সৌদি আরবের আভায় প্রথম পর্বের খেলা গোলশূন্য ড্র হয়। দ্বিতীয় পর্বে গুয়াহাটিতে ২-১ ব্যবধানে হারে ভারতীয় দল। ঘরের মাঠে বিশ্রী পারফরম্যান্স নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়ে দেশের ফুটবল সমর্থকরা। এবার তার ছাপ পড়ল ফুটবল র‍্যাঙ্কিংয়ে। এক ধাক্কায় ৪ ধাপ পিছিয়ে ১২১ নম্বরে রয়েছে ইগর স্টিমাচের (Igor Stimac) দল। এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে ১২৯তম স্থানে ছিল তারা।

[আরও পড়ুন: খারাপ সময় চলছে আরসিবির, জয়ের রাস্তায় ফিরতে কোহলিকে বিরাট পরামর্শ ডিভিলিয়ার্সের]

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১১৭ নম্বরে ছিল ভারতীয় দল। তার আগে এশিয়ান কাপে কোনও ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছিল তাঁদের। এমনকী কোনও গোল করতে পারেননি মনবীর সিংরা। তারই প্রভাব পড়েছিল র‍্যাঙ্কিংয়ে। এবার সেই রেকর্ডও ভেঙে গেল। এশিয়ান দলের র‍্যাঙ্কিংয়ে এখন ২২তম স্থানে রয়েছে ব্লু টাইগার্সরা।

[আরও পড়ুন: ঋষভের লড়াকু ইনিংসকে কুর্নিশ! ভালোবাসা ছড়িয়ে মন জিতছেন শাহরুখ]

র‍্যাঙ্কিং ক্রমাগত নামতে থাকলেও ইগর স্টিমাচের পাশে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সম্প্রতি জাতীয় দলের কোচের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন ফেডারেশনের একাধিক কর্তা। বৈঠক শেষে এআইএফএফ কার্যকরী সমিতির সদস্য ও টেকনিকাল কমিটির চেয়ারপার্সন আই এম বিজয়ন বলেন, "কোচের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। বিশ্বকাপ যোগ্যতা অর্জনে তৃতীয় রাউন্ডে যাওয়ার জন্য এখনও দুম্যাচ আমাদের হাতে আছে। আপাতত সেই ম্যাচগুলোর দিকেই তাকাতে চাই। আমরা জাতীয় দলের পাশে আছি, যাতে তারা সেরাটা দিতে পারে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্য প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২১ নম্বরে আছে ব্লু টাইগার্সরা।
  • বিগত সাত বছরে এটা ভারতের সব থেকে খারাপ র‍্যাঙ্কিং।
  • এর আগে ২০১৭ সালের জানুয়ারি মাসে ১২৯তম স্থানে ছিল তারা।
Advertisement