স্টাফ রিপোটার: শেষ সাত ম্যাচ হারেনি দল, গোল খেয়েছে মাত্র একটা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের মগডালে রয়েছে টিম। আইএসএলে এমন একটা স্বপ্নের দৌড়ের মধ্যেও মোহনবাগান শিবিরে খচখচ করছে একটা কাঁটা। গ্রেগ স্টুয়ার্ট। তিনি কি শনিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথম দলে প্রত্যাবর্তন করবেন, সেই প্রশ্নটাই ঘোরাফেরা করছে সবুজ-মেরুন শিবিরে।
দলের অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেল, তেমন কোনও বড় সমস্যা নেই স্কটিশ মিডফিল্ডারের। যে চোট লেগেছিল, তা সেরে গিয়েছে। এমনকী শেষ কয়েকটা টেস্টের রিপোর্টেও তেমন কোনও সমস্যা ধরা পরেনি। যে জন্য চেন্নাইয়িন এফসি মরচের শেষদিকে নামানো হয়েছিল তাঁকে। কিন্তু এখনও দৌড়াতে গেলে ব্যথা অনুভব করছেন স্টুয়ার্ট। কেন এই সমস্যা হচ্ছে, সেটা বুঝতে পারছে না টিম ম্যানেজমেন্ট। শেষ দু'ম্যাচে পরিবর্ত হিসাবে নেমেছেন তিনি। তবে ব্যথা অনুভূত হওয়ায় এখনও তিনি পুরো ম্যাচ খেলার মতো জায়গায় নেই বলেই মনে করা হচ্ছে।
কেরালা ম্যাচের আগের দু'দিন, অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার অনুশীলনেও নামেননি স্টুয়ার্ট। এদিনও ক্লাবে এসেছিলেন তিনি। তবে অনেকটা সময় মেডিক্যাল রুম আর জিমে কাটিয়েছেন। শোনা যাচ্ছে, কোচ জোসে মোলিনার পরামর্শেই এই পদক্ষেপ করেছেন স্টুয়ার্ট। আর তাঁর মাঠে নামা নিয়ে সিদ্ধান্তের ভার কোচের উপরই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। স্টুয়ার্টের সঙ্গে কথা বলে মোলিনা ঠিক করবেন তাঁকে খেলাবেন কি না। এবার যদি কোচ মনে করেন স্টুয়ার্ট খেলতে পারবেন বা স্টুয়ার্ট নিজে খেলতে চান, তবে এক কথা। নয়তো শেষ দু'ম্যাচের মতো শনিবারও স্টুয়ার্টের রিজার্ভ বেঞ্চে থাকার সম্ভাবনাই বেশি। অনুশীলন শুরুর আগে সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ অবশ্য শুনিয়ে গেলেন, "স্টুয়ার্ট কাল ব্যথার জন্য অনুশীলন করেনি। আজ কেমন আছে এখনও জানি না।" সাহাল আবদুল সামাদ আবার বললেন, "আমি হয়তো স্টুয়ার্টের মতো খেলতে পারবনা। তবে দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেব।" তবে এই একটা বিষয় ছাড়া আর কোনও সমস্যা নেই মোহনবাগানে। কার্ড সমস্যা মিটিয়ে ফিরছেন শুভাশিস বসু ও আলবার্তো রড্রিগেজ। ফলে শেষ ম্যাচে দূরন্ত খেলা ডিফেন্সে পরিবর্তন করবেন না কি সেটা ধরে রেখে দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়া নামবেন, সেটাই এখন মাথাব্যথা মোলিনার।
তাঁর বার্তা, "আমাদের দলে প্রথম একাদশে ঢোকা নিয়ে প্রতিযোগিতা রয়েছে। শেষ ম্যাচে দীপেন্দু ও আশিক ভালো খেলেছে। ফলে আলবার্তো-শুভাশিসকে ফেরানোর বিষয়টি দেখতে হবে। তবে এটুকু বলব, আমরা সেরা এগারোজন ফুটবলারকে নিয়েই নামব।" শেষ সাত ম্যাচে অপরাজিত থাকলেও আত্মতুষ্ট হতে নারাজ মোলিনা। উল্টে কেরালার জেসুস জিমেনেজ, নোয়া সাদাউয়ির ফর্ম নিয়ে সতর্কবার্তা শুনিয়েছেন তিনি।
আজ আইএসএলে
মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স
সন্ধ্যা ৭.৩০, যুবভারতী স্পোর্টস ১৮ নেটওয়ার্ক