স্টাফ রিপোর্টার : কেরালা ব্লাস্টার্স ম্যাচে(ISL 2024) মাঠে বোতল ছোঁড়া ও অনভিপ্রেত ঘটনার জন্য মহামেডানকে(Mohammedan SC) এক লক্ষ টাকা জরিমানা করল এআইএফএফের লিগ কমিটি। ফেডারেশনের সেই চিঠিও চলে এসেছে মহামেডান কর্তাদের কাছে। আগামী চারদিনের মধ্যে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এফএসডিএলের নিয়ম অনুযায়ী সর্বনিম্ন জরিমানাই আপাতত ধার্য করা হয়েছে মহামেডানের জন্য। ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ রাজু বলেন, “মাঠে যেমন বোতল পড়লে ক্লাবদের জরিমানা করা হয়। আমরা বিষয়টি নিন্দা করছি। কিন্তু একজন রেফারি যখন একটার পর একটা ভুল করে দলকে ডুবিয়ে দেন। তার কি শাস্তি হয়। শুধু মহামেডান নয় বাংলার দলগুলো এরকম বাজে রেফারিংয়ের শিকার হচ্ছে বারবার। আমরা রেফারিংয়ের সিদ্ধান্ত নিয়ে চিঠিও দিয়েছি।”
রেফারিং নিয়ে ম্যাচের শেষে মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভও ক্ষোভ প্রকাশ করেছিলেন, তার সেই মন্তব্যকেও ভালো চোখে দেখেনি এফএসডিএল। মহামেডানের পরবর্তী ম্যাচ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। মাঠে সাদা-কালো সমর্থকদের অসন্তোষ প্রকাশ হলেও এখনও পর্যন্ত স্টেডিয়াম খালি রেখে ম্যাচ আয়োজন করার কথা ভাবনা-চিন্তা করেননি মহামেডান কর্তারা। তবে মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি জানিয়েছেন, ইনভেস্টার কর্তাদের সঙ্গে নিয়ে যুগ্মভাবে সমর্থকদের শান্ত থাকার আবেদন জানানো হবে।