স্টাফ রিপোর্টার: পাঞ্জাব এফসির বিরুদ্ধে বুধবার জিতলেই কার্যত প্লে অফ চূড়ান্ত হবে। লিগ টেবিলের শীর্ষে থাকা মোহনবাগান কোচ জোসে মোলিনা অবশ্য সেদিকে নজরই দিচ্ছেন না। বরং প্লে অফ আর লিগ শিল্ডের চিন্তা মাথা থেকে সরিয়ে দিয়ে বুধবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে শুধুমাত্র জয় তুলে আনার দিকেই ফোকাস করতে চান মোলিনা।
বুধবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে পারবেন না টম অলড্রেড, আপুইয়া। এই গুরুত্বপূর্ণ দুই ফুটবলার না থাকা সত্ত্বেও মোহনবাগান কোচ মোলিনা চিন্তিত নন। আর চিন্তিত হবেনই বা কেন? মোহনবাগান কোচের হাতে একাধিক বিকল্প ফুটবলার রয়েছে। তাই পাঞ্জাব ম্যাচের আগে মোলিনা বলছেন, "গত ম্যাচে আলবার্তো ছিল না। দীপেন্দু ভালো খেলেছে। চোট কার্ড এগুলো খেলারই সমস্যা। ওরা না থাকলেও বাকিরা একশো শতাংশ দেবে।"
গত ম্যাচে আলবার্তো ছিলেন না। পাঞ্জাব ম্যাচের আগের দিন পুরোদমে আলবার্তোর অনুশীলন দেখেই বোঝা যাচ্ছিল এই ম্যাচে তিনি ফিরছেন। অলড্রেড না থাকায় রক্ষণে বাড়তি দায়িত্ব নিতে হবে তাঁকে। প্রতিপক্ষের আক্রমণভাগের লুকা মাজসেনের মতো অভিজ্ঞ স্ট্রাইকারকে আটকানোই বড় চ্যালেঞ্জ হতে চলেছে সবুজ-মেরুন রক্ষণের কাছে। গত ম্যাচেও পিছিয়ে পড়ে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩-২ গোলে দুরন্ত জয় তুলে নিয়েছে। জয়সূচক গোলটি এসেছে লুকার পা থেকেই। ইতিমধ্যেই আইএসএলে ১৩টি ম্যাচ খেলে সাতটি গোল করে ফেলেছেন স্লোভেনিয়ার এই স্ট্রাইকারটি। মোহনবাগান রক্ষণে অলড্রেড না খেলতে পারায় এই ম্যাচেও প্রথম একাদশে আসছেন দীপেন্দু বিশ্বাস। আলবার্তো, দীপেন্দুর পাশে দুই সাইডব্যাক হিসাবে দেখা যাবে শুভাশিস আর আশিস রাইকে।
এদিকে আবার রাখঢাক না রেখেই পাঞ্জাব এফসি কোচ পানাজিওতিস দিপ্রেরিস বলেই দিলেন, প্রতিপক্ষের জেসন কামিংসই সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলার। যদিও সব ম্যাচে কামিংস প্রথম একাদশে থাকছেন না। পরিবর্ত হিসাবে আসছেন। বুধবার মোহনবাগানের মাঝমাঠে থাকার সম্ভাবনা লিস্টন কোলাসো, দীপক টাংরি, সাহাল আব্দুল সামাদ ও মনবীর সিংয়ের। একটু সামনে স্টুয়ার্ট বা কামিংস। তার সামনে থাকবেন জেমি ম্যাকলারেন। এদিন ফিজিওর কাছে বল নিয়ে অনুশীলন করলেন অনিরুদ্ধ থাপা। যদিও তিনি বুধবার থাকছেন না। মোলিনা জানিয়েছেন থাপার মাঠে ফিরতে এখনও দু'সপ্তাহ সময় লাগবে।
বিশাল কাইথ ইতিমধ্যে আইএসএলে পঞ্চাশটি ক্লিনশিট রাখার নজির গড়েছেন। এই মরশুমে এখনও পর্যন্ত ১১ টা ক্লিনশিট রেখেছেন এই গোলকিপার। বুধবার তাঁকে আইএসএলের পক্ষ থেকে পঞ্চাশ লেখা জার্সি তুলে দেওয়া হবে। এবারের আইএসএলে সব থেকে কম গোল (১৪) খেয়েছে মোহনবাগান। তার অন্যতম কারণও গোলের নিচে বিশালের উপস্থিতি। তবুও জাতীয় দলে উপেক্ষিত বিশাল। এদিন মোহনবাগান কোচ তাঁর পাশে দাঁড়িয়ে বলছেন, "আমায় যদি বিশাল আর অন্য কাউকে বেছে নিতে বলা হয়, তাহলে আমি বিশালকেই বেছে নেব।"
বুধবারের ম্যাচে শুধু গোল করাই নয়, মোলিনার লক্ষ্য আগের ম্যাচের মতোই এই ম্যাচেও ক্লিনশিট রাখা। ম্যাকলারেন এখনও পর্যন্ত ৬ টি গোল করেছে। সেখানে মোহনবাগান অধিনায়ক শুভাশিসও গোল করেছেন ৬টি। যদিও ম্যাকলারেনের খেলাতে যথেষ্টই খুশি মোলিনা। বলছেন, "আমাদের দলে কে গোল করছে বড় কথা নয়। দল গোল পাচ্ছে সেটাই বড় কথা। ম্যাকলারেনের খেলায় আমি খুশি। ও নিশ্চয় ভবিষ্যতে গোল করবে।"
