সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপে লজ্জার হার মহামেডানের! নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে ছয় গোল খেল তারা। হ্যাটট্রিক করলেন আলাদিন আজেরাই। ম্যাচের সেরাও তিনি। সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে এই বিরাট ব্যবধানের জয়ের ফলে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে উঠে পড়ল নর্থ-ইস্ট। সেই সঙ্গে চূড়ান্ত হয়ে গেল সুপার কাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল।
বৃহস্পতিবার ম্যাচের আঠারো মিনিটের মধ্যেই জিতিন এমএস ও আলাদিনের গোলে এগিয়ে যায় নর্থ-ইস্ট। প্রথমার্ধের শেষদিকে নেস্টর একটি গোল করেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আলাদিন নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান করেন ৪-০। এরপর গুয়ের্মের গোলে আরও ব্যবধান বাড়ায় নর্থ-ইস্ট। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন আলাদিন। বস্তুত নর্থ ইস্টের আক্রমণাত্মক ফুটবলের সামনে কার্যত অসহায় মনে হয়েছে মেহেরাজউদ্দিনের তরুণ ব্রিগেডকে। বিদেশহীন এই দল নিয়ে যে লজ্জার হারের সাক্ষী থাকলে সাদা-কালো ব্রিগেড, সেটার নেপথ্যে ক্লাবের অভ্যন্তরীণ ডামাডোলকেও দায়ী করেছেন অনেকে।
বুধবারই তিনটি কোয়ার্টার ফাইনালের লাইন-আপ নির্ধারিত হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সেটা চূড়ান্ত হয়ে গেল। শনিবার বিকেলে মোহনবাগান খেলবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। ওই দিনই সন্ধ্যায় এফসি গোয়া ও পাঞ্জাব এফসি মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে। রবিবার আই লিগের সফল দল ইন্টার কাশী ও মুম্বই সিটি এফসি মুখোমুখি হবে সেমিফাইনালে ওঠার দৌড়ে। ওই দিনই সন্ধ্যায় নর্থইস্ট ইউনাইটেড এফসি খেলবে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে।
