দুলাল দে: বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল, ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে অনেকখানি এগিয়ে খালিদ জামিল। এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। শুক্রবার জানা গেল, ব্লু টাইগার্সদের হেডস্যর হতে চলেছেন খালিদ জামিল। মানোলো মারকুয়েজের উত্তরসূরি হিসাবে জামশেদপুর এফসির কোচকে বেছে নিল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি।
দিনসাতেক আগেই ফেডারেশনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারতীয় দলের কোচ হতে চেয়ে ১৭০টি আবেদন জমা পড়েছিল। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি সেগুলি খতিয়ে দেখে তিনজনের নাম চূড়ান্ত করেছে। সেই তিনজন হলেন খালিদ জামিল, স্টিফন কনস্ট্যান্টাইন এবং স্তেফান তারকোভিচ। এই তিনজনের মধ্যে একজনকে কোচ হিসাবে বেছে নেবে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি।
তবে ফুটবলমহলের ধারণা ছিল, সুনীল ছেত্রীদের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে খালিদ জামিলই। তার কারণ গত চার বছর ধরে দেশের সর্বোচ্চ লিগ, আইএসএলে হেডকোচের পদে রয়েছেন তিনি। এছাড়া বিশ্লেষকদের মতে, বিদেশি কোচকে এই মুহূর্তে ভালো বেতন দেওয়ার ক্ষমতা নেই ফেডারেশনের। ফলে ভোট অনেকটাই ছিল খালিদ জামিলের দিকে।
ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের দুই পরামর্শদাতা, প্রাক্তন দুই কোচ আর্মান্দো কোলাসো এবং বিমল ঘোষও ভোট দিয়েছেন জামিলের পক্ষেই। ফলে সরকারি ঘোষণার আগেই ফুটবলমহলের কাছে বেশ স্পষ্ট ছিল, ভারতীয় ফুটবল দলের পরবর্তী কোচ হতে চলেছেন খালিদ জামিলই। এক্ষেত্রে মনে রাখা দরকার, ডিসেম্বরের পর ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট সংশয় রয়েছে। ফেডারেশনের অন্দরেও মোটামুটিভাবে নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ফলে জামিল কতদিন কোচের পদে থাকবেন, প্রশ্ন রয়েছে সেই নিয়েও।
