সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য আঠারোয় পা দিয়েছেন স্পেন ও বার্সেলোনার ফুটবলার লামিনে ইয়ামাল। স্পেনের ইবিজায় ধুমধাম করে নিজের জন্মদিন পালন করেছেন স্পেনের বিস্ময় প্রতিভা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন তাঁর বার্সেলোনার সতীর্থ আলেজান্দ্রো বালদে ও গাভি। আর সেই পার্টি নিয়ে মহা বিপাকে ইয়ামাল। এমনকী তাঁর বিরুদ্ধ্বে আইনি ব্যবস্থার হুমকিও দেওয়া হচ্ছে।
এমনিতেই এই পার্টি নিয়ে একপ্রস্থ জলঘোলা হয়েছে। কারণ পার্টির পরদিনই বার্সেলোনায় মেডিক্যাল ছিল ইয়ামালদের। সেখানে তিন ফুটবলার সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কি না, সেই প্রশ্ন ছিল। এবার নয়া বিতর্কে জড়ালেন ইয়ামাল। জানা যাচ্ছে, জন্মদিনের পার্টিতে বিনোদনের জন্য কয়েকজন বামনকে ভাড়া করেছিলেন ইয়ামাল। যাদের উদ্দেশ্য ছিল অতিথিদের মজা দেওয়া।
আর তাতেই চটেছে স্পেনের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের বক্তব্য, যারা শারীরিকভাবে ভিন্ন গড়নের, সেই বামনদের 'ভাঁড়' হিসেবে উপস্থাপন করা একেবারেই গ্রহণযোগ্য নয়। একুশ শতকে দাঁড়িয়ে যে বামনদের এভাবে ব্যক্তিগত পার্টিতে বিনোদন দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে, সেটা মানতেই পারছে না সংগঠনগুলি। বিশেষ করে সদ্য প্রাপ্তবয়স্ক হওয়া ও জনপ্রিয় মুখ ইয়ামালের এহেন আচরণ আরও সমস্যা তৈরি করেছে। এই নিয়ে আইনি পথে যাওয়ার হুমকিও দিচ্ছে সংগঠনগুলি।
উল্লেখ্য, ফুটবল মাঠে ফুল ফোটালেও প্রায়শই বিতর্কের মুখে পড়েন ইয়ামাল। কিছুদিন আগেই জল্পনা ছড়ায় ৩০ বছর বয়সি মডেল ফাতি ভাজকুয়েজের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি। ইয়ামাল ছুটি কাটানোর যে ছবি আপলোড করেছিলেন, সেটার সঙ্গে মিল ছিল ফাতির ছবির। আবার ২৯ বছর বয়সি পর্নস্টার ক্লদিয়া বাভেল বিস্ফোরক অভিযোগ করেন যে, ইয়ামাল নাকি বাড়িতে ডেকেছে। যদিও স্পেনের ফুটবলার সেই অভিযোগ উড়িয়ে দেন। সামনেই নতুন মরশুম। সব ঠিক থাকলে লিওনেল মেসির মতোই ১০ নম্বর জার্সি পরতে চলেছেন ইয়ামাল। তার আগে এই ঘটনা বিতর্ক বাড়াচ্ছে।
