shono
Advertisement
Lionel Messi

টানা চার ম্যাচে জোড়া গোল! প্রথম ফুটবলার হিসেবে অনন্য রেকর্ড মেসির

মেসিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইন্টার মায়ামির কোচ।
Published By: Prasenjit DuttaPosted: 01:33 PM Jul 10, 2025Updated: 01:33 PM Jul 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচেই মন্ট্রিয়ল সিএফকে’র বিরুদ্ধে চোখধাঁধানো গোল করে ১৮ বছর আগের ‘আঙ্কারা মেসি’র স্মৃতি ফিরিয়েছিলেন লিওনেল মেসি। আর এবার মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলিউশনকে ২-১ গোলে পরাস্ত করে ইন্টার মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়লেন মেসি।

Advertisement

মেজর লিগ সকারে টানা চার ম্যাচে জোড়া গোল করে বিরল নজির গড়েছেন এলএম১০। তাছাড়াও টুর্নামেন্টের ইতিহাসে টানা চার ম্যাচে একাধিক গোল করা প্রথম ফুটবলার তিনিই। ক্লাব বিশ্বকাপ শুরুর আগে, গত মে মাস থেকেই তাঁর এই যাত্রা শুরু হয়। মে মাসে মন্ট্রিয়লের বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ী হয় ইন্টার মায়ামি। সেই ম্যাচে দু'টি গোল করেন মেসি। পরে কলম্বাস ক্লু বিপক্ষে ৫-১ গোলে জয়ের ম্যাচেও জোড়া গোল করেন তিনি। এরপর ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর গত রবিবার ইন্টার মায়ামি ৪-১ গোলে হারায় মন্ট্রিয়লকে। সেই ম্যাচেও দু'টি গোল করেন ৮ বারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। আর এবার নিউ ইংল্যান্ডের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রেখে জোড়া গোল করে রেকর্ডবুকে নাম তুললেন আর্জেন্টিনার তারকা ফুটবলার।

বল দখলের লড়াইয়ে কিছুটা এগিয়ে ছিলেন মেসিরা। প্রায় ৫৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিল ইন্টার মায়ামি। যদিও গোলে শট নেওয়ার ব্যাপারে এগিয়ে ছিল নিউ ইংল্যান্ড। তারা গোলমুখী শট নেয় ১৬টা। টার্গেটে ছিল ৬টি। এরমধ্যে অন্তত পাঁচবার মায়ামিকে বাঁচান মায়ামি গোলরক্ষক অস্কার উস্তারির দস্তানা। অন্যদিকে, মায়ামির ১৩টি গোলমুখী শটের ক্ষেত্রে ছিল ৩টি লক্ষ্যে। এরমধ্যে জাল কাঁপায় দু'টি। মেসি প্রথম গোল পান ২৭ মিনিটে। প্রতিপক্ষের ফুটবলারের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত হাফ ভলিতে গোল দিয়ে যান মেসি। এরপর ৩৮ মিনিটে বাঁ-পায়ের নিচু শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।

ম্যাচের পর ইন্টার মায়ামি কোচ জাভিয়ের মাসচেরানো। বলেন, "মেসি বিশেষ খেলোয়াড়। এটা আমি সব সময় বলি। ও-ই আমার চোখে ফুটবলের ইতিহাসের সেরা। এই বয়সেও অবিশ্বাস্য খেলছে। যা বহু আগে কল্পনার বাইরে ছিল, ও সেটা করে দেখাচ্ছে। আমরা সত্যিই ভাগ্যবান ওকে আমাদের দলে পেয়ে।" এই গোলের মাধ্যমে চলতি মরশুমে মেজর লিগ সকারে ১৪টি গোল করলেন মেসি। এক্ষেত্রে ন্যাশভিলের স্যাম সুরিজের (১৬) ঠিক পরেই তিনি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ২০টি গোল করেছেন মেসি। তাছাড়াও বক্সের বাইরে থেকে তাঁর ১০০তম গোলটি করেছেন মেসি। এটাও একটা নজির। আপাতত ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে পঞ্চম স্থানে মায়ামি। শীর্ষে থাকা সিনসিনাটির থেকে ৭ পয়েন্টে পিছিয়ে তারা। যদিও সিনসিনাটির থেকে তিন ম্যাচ কম খেলেছে ইন্টার মায়ামি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগের ম্যাচেই মন্ট্রিয়ল সিএফকে’র বিরুদ্ধে চোখধাঁধানো গোল করে ১৮ বছর আগের ‘আঙ্কারা মেসি’র স্মৃতি ফিরিয়েছিলেন লিওনেল মেসি।
  • আর এবার মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলিউশনকে ২-১ গোলে পরাস্ত করে ইন্টার মায়ামি।
  • এই ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়লেন মেসি।
Advertisement