shono
Advertisement
Lionel Messi

অ্যাসিস্টের নজিরে ৪৭তম ট্রফি জয় মেসির, মায়ামিকে চ্যাম্পিয়ন করে ভাসলেন মায়ের আদরে

ভারত সফরের আগে আরও একটি ট্রফি জয়ের সুযোগ থাকছে মেসির কাছে।
Published By: Arpan DasPosted: 02:27 PM Nov 30, 2025Updated: 02:27 PM Nov 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরিয়ারে ৪৭তম ট্রফি জয়। সেই সঙ্গে গড়লেন ফুটবলের ইতিহাসে সবচেয়ে অ্যাসিস্টের নজির। লিওনেল মেসির নতুন রেকর্ডের দিনে ইন্টার মায়ামির ঝুলিতে ঢুকল তৃতীয় ট্রফি। মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে হারাল জাভিয়ের মাসচেরানোর দল। মেসি গোল না পেলেও অ্যাসিস্ট করলেন। হ্যাটট্রিক করলেন তাদেও আয়েন্দে। চ্যাম্পিয়ন হওয়ার পরই মায়ের আদরে ভাসলেন আর্জেন্তিনীয় কিংবদন্তি।

Advertisement

ম্যাচের শুরু থেকেই দাপট ছিল মায়ামির। ১৪ মিনিটে জোরালো শটে গোল করেন আয়েন্দে। ২৩ মিনিটে জর্ডি আলবার থেকে ফের ব্যবধান বাড়ান আয়েন্দে। ৩৭ মিনিটে নিউ ইয়র্ক একটি গোল শোধ করে। ৬৭ মিনিটে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন মাতেও সিলভেত্তি। যে গোলের পাস বাড়ান মেসি। যার সাহায্যে কেরিয়ারে মেসির মোট অ্যাসিস্ট দাঁড়াল ৪০৫। ফেরেঙ্ক পুসকাসের ৪০৪টি অ্যাসিস্টের নজির ছাপিয়ে গেলেন তিনি।

এরপর ৮৩ মিনিটে চতুর্থ গোল তেলাস্কো সেগোভিয়া। অনেকটা নীচ থেকে এসে গোলের বল সাজিয়ে দেন আলবা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হ্যাটট্রিক করেন আয়েন্দে। শেষ পর্যন্ত মায়ামি জেতে ৫-১ গোলে। মায়ের উপস্থিতিতে ৪৭তম ট্রফি জিতলেন মেসি। ট্রফি তুলে দেন টেনিস তারকা কার্লোস আলকারাজ। ট্রফি জয়ের তাঁর মা সেলিয়া মারিয়াকে জড়িয়ে ধরেন। গালে চুমু খেয়ে ছেলেকে আদরে ভরিয়ে দেন তিনি। উপস্থিত ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা ও তিন সন্তান।

মেজর সকার লিগে দুটো ভাগ- ইস্টার্ন কনফারেন্স ও ওয়েস্টার্ন কনফারেন্স। মায়ামি পূর্বাঞ্চলের ১৫ দলের মধ্যে তৃতীয় স্থানে ছিল। এরপর প্রতিটি অঞ্চলের ৮টি দল নিজেদের মধ্যে নক-আউট পর্ব খেলে। ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন মেসিরা। এই ম্যাচ জেতার ফলে উঠলেন এমএলএস কাপের ফাইনালে। ৭ ডিসেম্বর সেখানে প্রতিপক্ষ পশ্চিমাঞ্চলের ভ্যানকুভার সিটি। সেই ম্যাচে জিতলে টানা দু’টি ট্রফি ঢুকবে মেসির ঝুলিতে। আর তারপরই ভারত সফর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কেরিয়ারে ৪৭তম ট্রফি জয়। সেই সঙ্গে গড়লেন ফুটবলের ইতিহাসে সবচেয়ে অ্যাসিস্টের নজির।
  • লিওনেল মেসির নতুন রেকর্ডের দিনে ইন্টার মায়ামির ঝুলিতে ঢুকল তৃতীয় ট্রফি।
  • মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটিকে ৫-১ গোলে হারাল জাভিয়ের মাসচেরানোর দল।
Advertisement