shono
Advertisement
Lionel Messi

অবসর জল্পনা অতীত! ইন্টার মায়ামির সঙ্গে লম্বা চুক্তির পথে মেসি

মার্কিন ক্লাবের সঙ্গে ক'বছরের চুক্তি বাড়তে পারে আর্জেন্তিনীয় কিংবদন্তির?
Published By: Prasenjit DuttaPosted: 02:28 PM Sep 18, 2025Updated: 02:28 PM Sep 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবসর জল্পনা অতীত! মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে দীর্ঘ সময়ের জন্য থাকতে চলেছেন লিওনেল মেসি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এলএম১০-এর সঙ্গে লম্বা চুক্তি করতে চলেছে ফ্লোরিডার ক্লাবটি। সেই চুক্তি নিয়ে মেসির সঙ্গে নাকি আলোচনাও প্রায় সারা হয়ে গিয়েছে মার্কিন ক্লাবটির।

Advertisement

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মায়ামি-মেসির চুক্তির বিষয়টি বাস্তব রূপ পাওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। উল্লেখ্য, ২০২৩ সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। আর্জেন্তিনীয় কিংবদন্তির সঙ্গে আড়াই বছরের চুক্তি চলতি বছরেই শেষ হবে। জানা গিয়েছে, কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তাঁর সঙ্গে মেজর লিগ সকারের ক্লাবটি চুক্তি বাড়াবে।

সাম্প্রতিক অতীতে মেসির অবসর নিয়ে প্রকাশিত হয়েছে নানান খবর। এমনকী তিনি ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের ক্লাবগুলোতেও খেলতে পারেন বলে জল্পনা ছিল। কিন্তু ওই সংবাদমাধ্যমের খবর অনুসারে, ভবিষ্যতের চুক্তির ব্যাপারে মেসির সঙ্গে আলোচনাও নাকি অনেকটাই এগিয়েছে মায়ামির।

জানা গিয়েছে, কমপক্ষে আরও দু'বছর অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তির সম্প্রসারণ করতে চলেছে মায়ামি। মেসি এবং মায়ামির মধ্যে আলোচনা প্রায় ৮৫ শতাংশ সারা। ওয়াকিবহাল মহলের মতে, মেসি তাঁর খেলোয়াড়ি জীবনের শেষটা হয়তো ইন্টার মায়ামিতেই করতে চলেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালে এই মার্কিন ক্লাবে আসার পর ৪৬টি এমএলএস ম্যাচে তিনি ৪১টি গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ২৭টি। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৬২টি ম্যাচে মেসির গোল সংখ্যা ৫৪। মেসির নৈপুণ্যেই সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। চলতি মরশুমেও দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। ইতিমধ্যেই ২০ ম্যাচে করেছেন ১১টি গোল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে দীর্ঘ সময়ের জন্য থাকতে চলেছেন লিওনেল মেসি।
  • এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এলএম১০-এর সঙ্গে লম্বা চুক্তি করতে চলেছে ফ্লোরিডার ক্লাবটি।
  • সেই চুক্তি নিয়ে মেসির সঙ্গে নাকি আলোচনাও প্রায় সারা হয়ে গিয়েছে মার্কিন ক্লাবটির।
Advertisement