সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে শেষ হল টেন হ্যাগের ‘যুগ’। ওল্ড ট্রাফোর্ড থেকে ছাঁটাই করা হল ডাচ কোচকে। ২০২২-র এপ্রিলে নেদারল্যান্ডসের আয়াক্স আমস্টারডাম থেকে ঘটা করে নিয়ে আসা হয়েছিল টেন হ্যাগকে। কিন্তু চেনা সাফল্য আসা তো দূরের কথা, বরং অবস্থা আরও খারাপ হয়েছে ব্রুনো ফার্নান্দেজদের। অবশেষে কড়া পদক্ষেপ নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
লিগ টেবিলে বর্তমানে ১৪তম স্থানে আছে রেড ডেভিলসরা। ৯ ম্যাচ থেকে সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট। টানা ৮ ম্যাচে জয় নেই। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়াও, ইউরোপা লিগেও একই অবস্থা। অবশেষে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে হারতেই ধৈর্যের বাঁধ ভাঙল। সোশাল মিডিয়ায় টেন হ্যাগের বিদায়ের খবর জানিয়ে দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
তাঁর হাত ধরে ২০২৩-এ কারাবাও কাপ ও চলতি বছরে এফএ কাপ জিতেছেন র্যাশফোর্ডরা। বাকি শুধুই ব্যর্থতা। গত মরশুমে লিগ টেবিলে ৮ নম্বরে শেষ করেছিল রেড ডেভিলরা। চ্যাম্পিয়ন্স লিগে মাত্র একটা ম্যাচ জিতেছিল তারা। কোপেনহাগেন আর গালাতাসারের নীচে চতুর্থ স্থানে ছিল ব্রুনো ফার্নান্দেজরা। এর আগের মরশুমেই ঝামেলায় জড়িয়ে বিদায় দিয়েছিলেন কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেও।
এবছর এফএ কাপ ফাইনালের আগেই তাঁর বিদায়ের গুঞ্জন শোনা গিয়েছিল। কিন্তু সে যাত্রা ফাইনালে সিটিকে হারিয়ে চাকরি বাঁচিয়েছিলেন টেন হ্যাগ। অথচ ২০২২-র এপ্রিলে এসে আশার বাণী শুনিয়ে ছিলেন টেন হ্যাগ। বলেছিলেন, লিভারপুল ও ম্যাঞ্চেস্টার সিটির 'যুগ' এবার শেষ হবে। কিন্তু কার্যক্ষেত্রে শেষ হল ইউনাইটেডের ম্যানেজারের যুগ। আপাতত সহকারী কোচ রুড ভ্যান নিস্টেলরয় দায়িত্ব সামলাবেন। তবে দ্রুত নতুন কোচের নাম জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে ক্লাব।