সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু'ম্যাচ পর চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরল বার্সেলোনা। জার্মানির ক্লাব আইনরাখ ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ গোলে জিতলেন লামিনে ইয়ামালরা। তবে স্ট্রাইকাররা নয়, স্পেনের ক্লাবকে জেতাল ডিফেন্ডার জুলস কুন্ডের 'মাথা'। অ্যাসিস্টের নজির গড়লেন ইয়ামাল। অন্যদিকে ইন্টার মিলানের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল লিভারপুলও। ইংল্যান্ডের ক্লাবের সাম্প্রতিক অফ ফর্ম ও মাঠের বাইরে মহম্মদ সালাহকে নিয়ে বিতর্কের মধ্যে এই জয় স্বস্তির। তবে ইউসিএলে আটালান্টার বিরুদ্ধে ১-২ ব্যবধানে অবাক হার চেলসির।
লা লিগায় দারুণ ছন্দে আছে বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের দেখা পাচ্ছিল না হান্সি ফ্লিকের দল। সেখানে ঘরের মাঠে ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধে ২-১ গোলে জিতল তারা। ম্যাচের প্রথম থেকে দাপট ছিল ঠিকই, কিন্তু খেলার গতির বিরুদ্ধে গিয়ে ২১ মিনিটে জার্মানির ক্লাবকে এগিয়ে দেন নাউফ। প্রথমার্ধে আরও একাধিকবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের ব্যবধানে জয়ের জন্য প্রয়োজনীয় গোল তুলে নেয় বার্সা। দুটোই এল জুলস কুন্ডের হেড থেকে। প্রথমটির অ্যাসিস্ট মার্কাস র্যাশফোর্ডের, দ্বিতীয়টি ইয়ামালের। ইউসিএলে এটা তাঁর ১৪তম অ্যাসিস্ট। ১৮ বছর বা তার কম বয়সি ফুটবলারদের মধ্যে এটা সর্বোচ্চ অ্যাসিস্টের নজির।
অন্যদিকে গত কয়েকদিন ধরে বিতর্কে বিদ্ধ লিভারপুল। মহম্মদ সালাহ শুধু ক্লাব ছাড়ার দোরগোড়ায় নন, কোচ আর্নে স্লটের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। ইংলিশ প্রিমিয়ার লিগেও ক্রমশ পিছিয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ইটালিতে গিয়ে ইন্টার মিলানকে হারানো তাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ডমিনিক সবোজলাই। যদিও অনেকের মতে, সেটা পেনাল্টি না দিলেও চলত।
ইউসিএলের আরেকটি ম্যাচে চেলসি হেরে গেল ইটালির আরেক ক্লাব আটলান্টার বিরুদ্ধে। প্রথমে জোয়াও পেদ্রোর গোলে 'ব্লুসরা' এগিয়ে গিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধে স্কামাকা ও ডে কেটেলারে আটলান্টাকে জিতিয়ে দেয়। আরেকটি ম্যাচে পিএসভি'র বিরুদ্ধে ৩-২ গোলে জিতল অ্যাটলেটিকো মাদ্রিদ।
