অর্ক দে, বর্ধমান: দ্বিতীয় বর্ষের 'ভদ্রেশ্বর গোল্ড কাপের' উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হল বর্ধমানের কার্জন গেট চত্বরে। রবিবার বিকালে এই অনুষ্ঠানে হাজির ছিলেন ভারতীয় মহিলা ফুটবলের কিংবদন্তি খেলোয়াড়রা। এই অনুষ্ঠানে থেকেই 'ভদ্রেশ্বর গোল্ড কাপ', এ বছরের থিম সং, লোগো ও ম্যাসকট উন্মোচিত হয়।
মোহনবাগান, মহামেডান, নর্থ-ইস্ট ইউনাইটেড, চার্চিল ব্রাদার্সের মতো ভারতীয় ফুটবলের বিখ্যাত চারটি দলের রিজার্ভ দল-সহ মোট আট দলীয় ভদ্রেশ্বর গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হবে ৫ জানুয়ারি থেকে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে বর্ধমানের স্পন্দন স্টেডিয়ামে। থিম সংয়ের কথা ও সুর দিয়েছেন বর্ধমানের বিশিষ্ট কবি ও সাহিত্যিক দেবেশ ঠাকুর।
ভদ্রেশ্বর নন্দীর স্মৃতির উদ্দেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগিতার থিম সং প্রকাশ হয় রবিবার। এর পাশাপাশি প্রতিযোগিতার লোগো ও ম্যাসকট প্রকাশ্যে আনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন প্রাক্তন জাতীয় মহিলা ফুটবলার শান্তি মল্লিক, কুন্তলা ঘোষদস্তিদার ও সুজাতা কর। এ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি, পুলিশ সুপার সায়ক দাস, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় ও ভদ্রেশ্বর গ্রুপের চেয়ারম্যান সনৎ নন্দী। উপস্থিত ছিলেন ভদ্রেশ্বর গ্রুপ ও লালবাবা রাইসের ডিরেক্টর পার্থপ্রতীম নন্দী।
রবিবার ভদ্রেশ্বর গোল্ড কাপের ম্যাসকট ও থিম সং উদ্বোধনী অনুষ্ঠান। নিজস্ব চিত্র
পার্থপ্রতীম বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হল, মাঠমুখী হোক শৈশব। নতুন প্রজন্মকে মাঠে নিয়ে আসা। মোবাইল ছেড়ে যেন সবাই ফুটবল খেলে। আমাদের পরিকল্পনা রয়েছে আরও বেশি সংখ্যক মহিলাদের ফুটবল ও ক্রিকেটে নিয়ে আসার। সেই নিয়ে আমাদের কাজ চলছে। মহিলাদের বিশ্বকাপ জয় আমাদের জন্য অনুপ্রেরণার।" ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই টুর্নামেন্টটি চলবে। পূর্ব বর্ধমান জেলা জুড়ে মানুষের মনুষের প্রবল উৎসাহ লক্ষ্য করা গিয়েছে।
রবিবার ভদ্রেশ্বর গোল্ড কাপের ম্যাসকট ও থিম সং উদ্বোধনী অনুষ্ঠান। নিজস্ব চিত্র
প্রাক্তন ফুটবলার শান্তি মল্লিক বলেন, "খেলা মানুষকে এক জায়গায় নিয়ে আসে। এই গোল্ড কাপ মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসবে।" অন্যদিকে কুন্তলা ঘোষদস্তিদার বলেন, "ফুটবল নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য যে এত বড় আয়োজন করা যায়, তা দেখে আমি অবাক। এই গোল্ড কাপে যে মহিলা ফুটবলারদের ডাকা হয়েছে, সেটার জন্য আমি মুগ্ধ। আজ মহিলা ফুটবলের ৫০ বছর। সেটা যেন এখানে স্বীকৃতি পেল।"
