সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে ক্লাবের প্রথম জয়। তবে ঐতিহাসিক সেই কীর্তির থেকেও মহামেডান কোচ আন্দ্রে চেরনিশভকে স্বস্তি দিচ্ছে সংযুক্ত সময়ে গোল না খাওয়া।
আইএসএলে প্রথম দু’ম্যাচেই দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গোল খেয়েছে মহামেডান। প্রথম ম্যাচে নর্থ-ইস্টের বিরুদ্ধে হারের কারণ হয়েছে সেই গোল। আর দ্বিতীয় ম্যাচে হাতছাড়া হয়েছিল নিশ্চিত জয়, সাদা-কালো শিবির ড্র করেছিল এফসি গোয়ার বিরুদ্ধে। তবে তৃতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে আর শেষবেলায় গোল খায়নি তারা। বরং ৩৯ মিনিটে লালরেমসাঙ্গার গোলে পাওয়া লিড শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রেখে তিন পয়েন্ট পেয়েছে চেরনিশভের দল।
মহামেডান কোচও রক্ষণের এমন ভূমিকায় খুশি। বৃহস্পতিবার ম্যাচ শেষে বলছিলেন, “এটাই আইএসএলে মহামেডানের প্রথম জয়। এই দলটা ইতিহাস গড়ল। আগে দু’ম্যাচেই আমরা সংযুক্ত সময়ে গোল খেয়েছি। আজ সেটা হয়নি। হয়তো আমিই কিছু ভুল করছিলাম। ফুটবলার পরিবর্তন করার ক্ষেত্রে হয়তো বেশি দেরি হয়ে যাচ্ছিল। তবে আজ আর কোনও ভুল হয়নি।” সংযুক্ত সময়ে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি মহামেডানের সিজার মাঞ্জোকি। পরের মিনিটেই গোললাইন সেভে দলকে বাচিয়েছেন গৌরব বোরা। তবে সেসবই ফুটবলের অঙ্গ বলেই মনে করছেন কোচ চেরনিশভ।
চেন্নাইয়িন-বধের মধ্যেই আরও একটা সুখবর সাদা-কালো শিবিরে। ইতিমধ্যেই দলের নতুন বিদেশি ফ্লোরেন্ত অগিয়েরের ভিসার কাগজপত্র জমা পড়েছে দূতাবাসে। দু-একদিনের মধ্যেই তিনি ভিসা পেয়ে যাবেন বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ৫ অক্টোবরের মোহনবাগান ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন এই ফরাসি ডিফেন্ডার। এমনকি আইএসএলের প্রথম ডার্বিতে স্কোয়াডেও থাকতে পারেন ফ্লোরেন্ত। তবে সবটাই নির্ভর করছে তাঁর ফিটনেস দেখে কোচ কী সিদ্ধান্ত নেন, তার উপর।