স্টাফ রিপোর্টার: জরিমানা না দেওয়ায় ফেডারেশনের শাস্তির মুখে মহামেডান। আগামী এক বছরের জন্য ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে না তারা। আপাতত সেই শাস্তি এড়াতে ফেডারেশনকে চিঠি দিয়েছে সাদা-কালো কর্তারা। সেখানে জরিমানার অর্থ দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছে। পাশাপাশি ফুটবলার রেজিস্ট্রেশন সংক্রান্ত শাস্তি তুলে নেওয়ারও আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ক্লাব তাঁবুতে বৈঠক করেন সাদা-কালো কর্তারা। সেখানে ছিলেন সভাপতি আমিরুদ্দিন ববি, কার্যনির্বাহী সভাপতি কামারুদ্দিন, ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। বৈঠকে ছিলেন বাঙ্কারহিল কর্তা কনিষ্ক শীলও। এতদিন ক্লাবের সহ সভাপতি থাকার পর এদিন থেকে ক্রিকেট সচিবের দায়িত্ব নিলেন তিনি। তবে বৈঠকে আসেননি ক্লাব সচিব ইস্তিয়াক আহমেদ। বৈঠক শেষে কামারুদ্দিন বলেন, "ফেডারেশন থেকে আগেই এই জরিমানার বিষয়টি জানানো হয়েছিল। তবে সেসময় ফুটবল সংক্রান্ত বিষয় ইনভেস্টররা দেখছিলেন। আমরা কিছুই জানতে পারিনি। ফলে এই জরিমানার বিষয়ে তিনবার শুনানি হলেও আমাদের কোনও প্রতিনিধি সেখানে উপস্থিত থাকতে পারেননি। আমরা ফেডারেশনকে চিঠি দিচ্ছি আজই। জরিমানার অর্থ আমরা দু'টো কিস্তিতে মিটিয়ে দিতে চাই। তবে ততদিন পর্যন্ত নির্বাসন তুলে নেওয়ার জন্য ফেডারেশনকে অনুরোধ করব।" তবে নতুন ইনভেস্টর নিয়ে এখনও কোনও আশার আলো নেই ক্লাবে।
আসলে মহামেডান আশঙ্কা করছে, যে কোনও সময় ফিফার নির্বাসনের মুখে পড়তে হতে পারে। কোচ ও ফুটবলার মিলিয়ে জনা ছয়েক বিদেশি বকেয়া অর্থের জন্য ফিফার দ্বারস্থ হয়েছে। সেই সংক্রান্ত চিঠি আসার আগে কয়েকজন সিনিয়র ফুটবলারকে কলকাতা লিগের জন্য নথিভুক্ত করে ফেলতে চাইছে সাদা-কালো শিবির। যাতে লিগে খেলতে কোনও সমস্যা না হয়। কলকাতা লিগের জন্য ইতিমধ্যে জনা ২৫ ফুটবলারের নাম নথিভুক্ত করিয়ে রেখেছে মহামেডান।
