shono
Advertisement
Subhasish Bose

পাঁচ মাসেই বাবার সঙ্গে ফুটবলে লাথি! শুভাশিসের মেয়ের কীর্তিতে ভক্তরা বলছেন, 'পুঁচকি ক্যাপ্টেন'

মিষ্টি ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।
Published By: Arpan DasPosted: 01:31 PM Jan 10, 2026Updated: 04:22 PM Jan 10, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স কত হবে? এই মাস পাঁচেক। এখনই ফুটবল মাঠে নেমে পড়েছে! দিব্যি ফুটবলে লাথি মারছে। না, ঠিক নেমে পড়েছে বললে ভুল বলা হয়। বাবার কোলে করে সবুজ ঘাসে নেমে পড়ল ফুটফুটে কন্যা। হবে নাই বা কেন? বাবার নাম যে শুভাশিস বোস। মোহনবাগানের অধিনায়ক। নিজের ভালোবাসা ফুটবলের সঙ্গে সন্তানের প্রথম সাক্ষাতের ভিডিও সোশাল মিডিয়ায় দিতেই ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্তরা।

Advertisement

গত বছরের আগস্ট মাসে বাবা হন শুভাশিস। কন্যা সন্তানের জন্ম দেন শুভাশিসের স্ত্রী কস্তুরী ছেত্রী। যার নাম 'শিবিকা', অর্থাৎ শিবের আশীর্বাদ যার উপর থাকে। একরত্তিকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে বিদেশ ভ্রমণ সেরে এসেছেন শুভাশিস ও কস্তুরী। এবার শিবিকার সঙ্গে সাক্ষাৎ হল ফুটবলের।

আইএসএল শুরুর দামামা বেজে গিয়েছে। অনুশীলনে নেমে পড়েছে মোহনবাগান। সল্টকের প্রস্তুতি মাঠে এবার শিবিকাকে সঙ্গে নিয়ে নেমে পড়লেন শুভাশিস। বাবার কোলে বসে ফুটবলে লাথি মারে সে। পরে মায়ের সঙ্গেও মাঠে ঘুরে বেড়ায় কিছুক্ষণ। ভিডিওর ক্যাপশনে শুভাশিস লিখেছেন, 'আমার দুনিয়ার সঙ্গে আমার ভালোবাসার সাক্ষাৎ হল।' আর মোহনবাগানের তরফ থেকে লেখা, 'খুদে দর্শক, অসীম অনুপ্রেরণা।'

ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। অনেকে লিখছেন, 'পুঁচকি ক্যাপ্টেন।' কেউ আবার বার্সেলোনার ব্যালন ডি'অর জয়ী মহিলা ফুটবলার আইতানা বোনমাতির ছবি দিচ্ছেন। উল্লেখ্য, ২০২১-এ কস্তুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শুভাশিস। গত বছর মোহনবাগানকে আইএসএল ফাইনাল জিতিয়েই শুভাশিস ঘোষণা করেছিলেন, তাঁর পরিবারে ‘জুনিয়র’ আসছে। এখন ভক্তদের অনুরোধ, শিবিকাও যেন বড় হয়ে ফুটবল খেলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স কত হবে? এই মাস পাঁচেক। এখনই ফুটবল মাঠে নেমে পড়েছে! দিব্যি ফুটবলে লাথি মারছে।
  • না, ঠিক নেমে পড়েছে বললে ভুল বলা হয়। বাবার কোলে করে সবুজ ঘাসে নেমে পড়ল ফুটফুটে কন্যা।
  • হবে নাই বা কেন? বাবার নাম যে শুভাশিস বোস। মোহনবাগানের অধিনায়ক।
Advertisement