shono
Advertisement
Mohun Bagan

আজও গৃহীত হল না টুটু বোসের পদত্যাগপত্র, ফের আলোচনা হবে মোহনবাগানে

এপ্রিল মাসের শেষের দিকে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্বপনসাধন বোস।
Published By: Arpan DasPosted: 05:51 PM May 16, 2025Updated: 06:26 PM May 16, 2025

প্রসূন বিশ্বাস: এপ্রিল মাসের শেষের দিকে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্বপনসাধন বোস। ক্লাব সচিব ও কার্যকরী সমিতির সদস্যবৃন্দকে পাঠানো চিঠিতে সেই কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু তাঁর পদত্যাগপত্র আজও গ্রহণ করল না মোহনবাগান। টুটু বোসের পদত্যাগ নিয়ে ফের আলোচনা হবে।

Advertisement

সামনেই মোহনবাগানের নির্বাচন। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড ইতিমধ্যেই গঠিত হয়েছে। পদত্যাগপত্রে টুটু বোস লিখেছিলেন, ‘সভাপতির চেয়ার থেকে কোনও এক পক্ষের প্রচার করা উচিত নয়। চেয়ার কিংবা পদের অপব্যবহার কখনও কিছু আমি করিনি, এবারও করব না।’ পরে তিনি জানিয়েছিলেন, পুত্র সৃঞ্জয় বোসের হয়ে প্রচার করতেই সভাপতি পদে ইস্তফা দেন।

তবে এর আগে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি এমার্জেন্সি এক্সিকিউটিভ কমিটি। তখন বলা হয়েছিল, সদস্যরা দ্বিধাবিভক্ত হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়নি। সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য শুক্রবার ফের একটি সভা ডাকা হয়। তবে এদিনও টুটু বোসের ইস্তফা গ্রহণ হয়নি। এই বিষয়ে ফের আলোচনা করা হবে। মোহনবাগান ক্লাবের সহ-সভাপতি কুণাল ঘোষ বলেন, "ক্লাবে টুটুবাবুর অনেক অবদান। সেটা এত দ্রুত অস্বীকার করা যায় না। তাই আমরা আপাতত তাঁর পদত্যাগপত্র আমরা গ্রহণও করছি না, প্রত্যাখ্যানও করছি না।"

অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে গঠিত পাঁচজনের নির্বাচনী বোর্ড থেকে তিনজন সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন। বিশ্বব্রত বসুমল্লিক, সৌমিক মিত্র ও অভিষেক সিনহা সরে দাঁড়াতে চান। সেই জায়গায় অন্য তিনজনকে গ্রহণ করতে চলেছে নির্বাচনী বোর্ড।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এপ্রিল মাসের শেষের দিকে মোহনবাগান ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন স্বপনসাধন বোস।
  • ক্লাব সচিব ও কার্যকরী সমিতির সদস্যবৃন্দকে পাঠানো চিঠিতে সেই কথা জানিয়েছিলেন তিনি।
  • কিন্তু তাঁর পদত্যাগ পত্র আজও গ্রহণ করল না মোহনবাগান।
Advertisement