shono
Advertisement
Mohun Bagan

বিশ্বের বৃহত্তম হাতে আঁকা টিফো! যুবভারতীতে ১৯১১-র ইতিহাস তুলে ধরল মেরিনার্স বেস ক্যাম্প

মেরিনার্স বেস ক্যাম্পের বিরাটাকার টিফোয় ধরা রইল ১৯১১-র মোহনবাগানের শিল্ডজয় ও ভারতের স্বাধীনতা সংগ্রামের কাহিনি।
Published By: Arpan DasPosted: 07:58 PM Jan 27, 2025Updated: 08:14 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সব থেকে বড় হাতে আঁকা টিফো! সাক্ষী রইল যুবভারতী, সাক্ষী আপামর মোহনবাগান সমর্থকরা, সাক্ষী সমগ্র ভারত, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ইতিহাস তৈরি করল মোহনবাগানের ফ্যান ক্লাব 'মেরিনার্স বেস ক্যাম্প'। সেখানে ধরা রইল ১৯১১-র সোনালি ইতিহাসও। গোলপোস্টের পিছনের বি৩ স্ট্যান্ড ও বি২ গ্যালারি থেকে নেমে এল ২৫০০০ স্কোয়ার ফুটের বিশাল টিফো।

Advertisement

ভারতের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ১৯১১ সালে মোহনবাগানের শিল্ডজয়। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ভারতের স্বাধীনতা আন্দোলনে নতুন আগুন জুগিয়েছিল খালি পায়ে এগারোজন বাঙালির সাফল্য। সেই ইতিহাস আবার ফিরে এল যুবভারতীতে। মেরিনার্স বেস ক্যাম্পের বিরাটাকার টিফো ধরল সেই লড়াইয়ের কাহিনি। ইংরেজ শাসকদের অত্যাচার থেকে একত্রিত হল বাঙালি। শুরু হল খালি পায়ে গোরাদের সঙ্গে ফুটবল যুদ্ধের প্রস্তুতি। অবশেষে ফাইনালে ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে আইএফএ শিল্ডজয়। এই পুরো ইতিহাস ধরা রইল টিফোতে। সঙ্গে লেখা, 'আমাদের ঐতিহ্য শুধু ইতিহাসের অংশ নয়, বরং ভারতের হৃদস্পন্দনের সঙ্গে তা জড়িয়ে'। সাধারণতন্ত্র দিবসের পরদিন এই টিফো যে দেশাত্মবোধের বার্তা নতুন করে ছড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। 

উল্লেখ্য, বেশ কয়েকদিন ধরেই 'মেরিনার্স বেস ক্যাম্প' থেকে তাদের ফেসবুকে তুলে ধরা হচ্ছিল টিফো তৈরির নেপথ্যের গল্প। চলছিল কাউন্টডাউন। প্রায় ২০ দিন ধরে হাওড়ার আন্দুলে তৈরি হয়েছে এই টিফো। হাত লাগিয়েছিল পুরুষ-মহিলা নির্বিশেষে বহু মানুষ। সেই ছবি-ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়তেই তীব্র উন্মাদনা তৈরি হয়েছিল সবুজ-মেরুন সমর্থকদের মধ্যেও। অবশেষে স্বপ্নপূরণ। ভারতীয় ফুটবলকে মুগ্ধ করে যুবভারতীর বি৩ স্ট্যান্ড ও বি২ গ্যালারি থেকে নেমে এল ২৫০০০ স্কোয়ার ফুটের টিফো। সেই সঙ্গে মনে করিয়ে দেওয়া হল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ইতিহাস তৈরি করল মোহনবাগানের ফ্যান ক্লাব 'মেরিনার্স বেস ক্যাম্প'।
  • গোলপোস্টের পিছনের বি৩ স্ট্যান্ড ও বি২ গ্যালারি থেকে নেমে এল ২৫০০০ স্কোয়ার ফুটের বিশাল টিফো।
  • বেশ কয়েকদিন ধরেই 'মেরিনার্স বেস ক্যাম্প' থেকে তাদের ফেসবুকে তুলে ধরা হচ্ছিল টিফো তৈরির নেপথ্যের গল্প।
Advertisement