সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘উইন ওভার ব্রেস্ট ক্যানসার’–এই বার্তা সামনে রেখে গোটা বিশ্বে পিঙ্ক অক্টোবর পালন করা হচ্ছে। সেই উদ্যোগে সামিল মোহনবাগানও। বিশিষ্ট চিকিৎসক ডা. দীপ্তেন্দ্রকুমার সরকার অনুরোধ করেছিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকে এই পিঙ্ক অক্টোবর পালন করার জন্য। সেই বার্তাকে ছড়িয়ে দিতেই মোহনবাগান তাঁবু সাজিয়ে দেওয়া হয়েছে গোলাপি আলোয়। ভারতীয় কোনও ক্লাবে সম্ভবত প্রথমবার এই ধরনের উদ্যোগে নেওয়া হল। কলকাতা ময়দানে এর আগে এই ধরনের উদ্যোগ নিশ্চিতভাবেই নেওয়া হয়নি।
নিজস্ব চিত্র।
অক্টোবর মাসের শেষ চারদিন ক্লাবে পালিত হবে ‘পিঙ্ক অক্টোবর’। ব্রেস্ট ক্যান্সার যে নিরাময়যোগ্য সেই বার্তা দেওয়া এবং ক্যান্সারকে হারিয়ে যারা সুস্থ হয়েছেন, তাঁদের লড়াইকে কুর্নিশ জানাতে এই পিঙ্ক অক্টবোর পালন করা হয়। এর আগে অন্যান্য খেলায় দেশে-বিদেশে এই ধরনের উদ্যোগ দেখা গিয়েছে। তবে ময়দানের কোনও ক্লাবে এই ধরনের উদ্যোগ প্রথমবার।
নিজস্ব চিত্র।
গোটা মোহনবাগাব ক্লাব তাঁবু, লন সাজানো হয়েছে গোলাপি আলোয়। SSKM-এর বিশিষ্ট চিকিৎসক দীপ্তেন্দ্র কুমার সরকার এই উদ্যগের জন্য মোহনবাগানকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর কথায়, "‘প্রথম স্তরে ধরা পড়লে এবং সঠিকভাবে চিকিৎসা করলে ব্রেস্ট ক্যানসারকে যে সম্পূর্ণ নিরাময়যোগ্য সেই বার্তা দেওয়াই আমাদের লক্ষ্য। অনেকেই স্তন ক্যানসারকে হারিয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। এমন কয়েকজনকে মোহনবাগান ক্লাবে নিয়ে যাওয়ার এবং সকলের উদ্দেশে বার্তা দেওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।" মোহনবাগানের এই উদ্যোগে খুশি সমর্থক থেকে ক্রীড়াপ্রেমীরা।
