shono
Advertisement

Breaking News

Mohun Bagan

'টুটু বোস, দ্য আনফরগটেন হিরো', যুবভারতীতে টিফোয় 'কিংবদন্তি'কে সম্মান মেরিনার্স এরিনার

মোহনবাগানের ঐতিহ্যমণ্ডিত ইতিহাসে টুটু বোসের অবদান সোনার অক্ষরে লেখা।
Published By: Arpan DasPosted: 07:38 PM Jan 27, 2025Updated: 08:24 PM Jan 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২৩ জানুয়ারি ৭৮ বছরে পা দিয়েছেন টুটু বোস। মোহনবাগানের ঐতিহ্যমণ্ডিত ইতিহাসে তাঁর অবদান সোনার অক্ষরে লেখা। সবুজ-মেরুন সমর্থকদের কাছে তিনি কিংবদন্তির থেকে কম কিছু নন। আর তাঁর সম্মানে অভিনব উদ্যোগ নিয়ে হাজির মোহনবাগানের ফ্যান ক্লাব 'মেরিনার্স এরিনা'। ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে যখন শুভাশিস-ম্যাকলারেনরা নামছেন, তখন যুবভারতীর সি২ গ্যালারিতে চোখে পড়ল মোহনবাগান সভাপতি স্বপনসাধন বোসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বিরাট আকারের টিফো।

Advertisement

ফুটবলে প্রচলিত কথা, ক্লাবের থেকে ব্যক্তি বড় নন। কিন্তু ক্লাব ও ব্যক্তি কখনও কখনও মিলেমিশে যান। মোহনবাগানের সঙ্গে টুটু বোসের সম্পর্ককে এভাবেও ব্যাখ্যা করা যায়। ময়দানে কোনও কিছু 'স্থায়ী' না থাকলেও তাঁর প্রতি সবুজ-মেরুন সমর্থকদের ভালোবাসায় বদল হয়নি। মেরিনার্স এরিনার টিফোয় লেখা, 'টুটু বোস, দ্য আনফরগটেন হিরো'।

ক্লাবের গৌরবের বহু ইতিহাস রচিত হয়েছে তিনি দায়িত্বে থাকাকালীন। অনেক যুগান্তকারী পদক্ষেপও নিয়েছেন তিনি। তা শুধু ক্লাবের ইতিহাসকে সমৃদ্ধ করেনি, সেই সঙ্গে ভবিষ্যতের পথকে আরও মসৃণ করেছে। সেই উজ্জ্বল অবদানকে স্মরণ করিয়ে দিল মেরিনার্স এরিনা।

এই বিষয়ে তারা আগেই ফেসবুকে পোস্ট করেছিল। সেখানে লেখা ছিল, 'আজকের বিশেষ দিনে আমরা টুটু বোসকে বিশেষ সম্মান জানাচ্ছি। যিনি নয়ের দশকে মোহনবাগানে নবজাগরণ এনেছিলেন। যিনি সমস্ত বাধা তুচ্ছ করে প্রথম বিদেশি সই করিয়েছিলেন। দলে এনেছিলেন কৃশানু-বিকাশকে। সেই সঙ্গে নতুন মানদণ্ড তৈরি করেছিলেন। তিন দশকের বেশি সময় ধরে ক্লাবের প্রতি তিনি দায়বদ্ধতা দেখিয়ে এসেছেন। যার মধ্যে অবনমন বাঁচানোর জন্য নিজের থেকে জরিমানার ২ কোটি টাকা দিয়েছিলেন। এই সব কিছু মোহনবাগানের প্রতি তাঁর নিঃস্বার্থ ভালোবাসার জ্বলন্ত প্রমাণ।'

সেই সঙ্গে তারা লিখেছিল, 'কোনও অনিচ্ছুক ব্যবসায়ীর বদলে RPSG গ্রুপের মতো ফুটবলে আগ্রহী সংস্থাকে নিয়ে আসা তাঁর দীর্ঘ অসাধারণ সফরের মুকুটে যোগ করেছে মণিমুক্ত।' পরে কিছুটা আফসোসও ছিল তাদের লেখায়। যেখানে তারা লিখেছে যে, এই সম্মান হয়তো আরও আগে দিতে পারলেই ভালো হত। এবার সেই স্বপ্নপূরণ হতে চলেছে। তারা লিখেছে, 'উনি শুধু দিয়েই গিয়েছেন মোহনবাগানকে। আমরা ওঁকে ভালোবাসা ছাড়া কিছুই দিতে পারিনি। আজকে ফুটবল মাঠে যেটা ওঁর কাছের জায়গা, সেইখানেই মেরিনার্সরা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসায় ওঁর টিফো নামাবে।'

আর সেটাই দেখা গেল এদিন। যুবভারতীর সি২ গ্যালারি থেকে নেমে এল টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বিশেষ টিফো।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মোহনবাগানের ঐতিহ্যমণ্ডিত ইতিহাসে টুটু বোসের অবদান সোনার অক্ষরে লেখা।
  • তাঁর সম্মানে অভিনব উদ্যোগ নিয়ে হাজির মোহনবাগানের ফ্যান ক্লাব 'মেরিনার্স অ্যারেনা'।
  • যুবভারতীর সি২ গ্যালারির ডানদিকে চোখে পড়ল টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বিরাট আকারের টিফো।
Advertisement