সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার সময় মুম্বইয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন বলিউডের আইটেম গার্ল নোরা ফতেহি (Nora Fatehi)। মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারেন অভিযুক্ত। বিপদ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন তিনি। এই আবহে জানা গেল, এক ফুটবলারের প্রেমে নাকি হাবুডুবু বলিউডের ডান্সিং কুইন। তাঁর সঙ্গে নাকি একাধিকবার ডেটিংও করেছেন তিনি। সম্প্রতি তাঁর এক পোস্ট ভাইরাল হয়েছে। যা দেখে হৃদয় ভেঙেছে অংসখ্য পুরুষের।
সম্প্রতি আফ্রিকা কাপ অফ নেশনসে ম্যাচ দেখার জন্য মরক্কো গিয়েছিলেন তিনি। এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তবে জল্পনা হল, ফুটবল ম্যাচ ছিল নিছক বাহানা। অভিনেত্রী নাকি খেলা দেখতে সেখানে যাননি। বরং প্রেমের টানেই উত্তর-পশ্চিম আফ্রিকার এই দেশটিতে গিয়েছিলেন। নোরা ফতেহির ভালোবাসার মানুষটিও সেই ম্যাচে খেলেছিলেন। তবে এখানেই শেষ নয়। ম্যাচের আগেও নাকি বেশ কয়েকবার ডেটিংও করেছেন তাঁরা।
জল্পনা রয়েছে, প্রথমে দুবাই, পরে মরক্কোয় তাঁদের দেখাসাক্ষাৎ হয়েছিল। যদিও কে সেই ভাগ্যবান ফুটবলার, তা এখনও জানা যায়নি। দুই পক্ষই এই ব্যাপারে 'স্পিকটি নট'। পরিচয়পর্ব থেকে অভিসারপর্ব, সব কিছুই তাই আপাতত গোপন। প্রসঙ্গত, AFCON-এর প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারিয়েছিল মরক্কো। সেই ম্যাচেই গ্যালারিতে লাল পোশাকে দেখা গিয়েছিল নোরাকে।
সোশাল মিডিয়ায় তিনি দু'টি পোস্টও করেন। যার একটায় রয়েছে ভিডিও। সেখানে দেখা যাচ্ছে সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা নিয়ে নৃত্যরত নোরা। ক্যাপশনে ম্যাচের ফলাফলের কথা উল্লেখ করে তিনি লেখেন, 'খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে আমাদের ছেলেরা বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।' আরও একটি পোস্টে মরক্কোর রাজধানী রাবাতে অবস্থিত রাজকুমার মৌলে আবদুল্লাহ স্টেডিয়ামের গ্যালারি থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেন তিনি। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা অবশ্য এর ফাঁকে তাঁর প্রেমিক ফুটবলারের নাম খুঁজতে ব্যস্ত।
