সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাঠে হেরে গেল নর্থবেঙ্গল ইউনাইটেড। তাদের পরাস্ত করল নর্থ চব্বিশ পরগনা এফসি। আগের ম্যাচে কোপা টাইগার্সের কাছে ১-১ গোলে ড্র করেছিল তারা। তাদের কাছে এই ম্যাচ ছিল জয়ের সরণিতে ফেরার লড়াই। সেই লক্ষ্যে তারা পুরোপুরি সফল।
শনিবার বেঙ্গল সুপার লিগের ২৮তম ম্যাচে বিশ্বজিৎ ভট্টাচার্যের নর্থবেঙ্গল নেমেছিল জয়ের ধারা বজায় রাখতে। গত ম্যাচে ১-০ গোলে তারা হারিয়েছিল মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসিকে। তবে নর্থ চব্বিশ পরগনার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে হারতে হল তাদের।
এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের মধ্যেই তুল্যমূল্য লড়াই চলছিল। তবে গোল করতে ব্যর্থ হয় দুই দলই। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। দ্বিতীয়ার্ধে দুই দলই শুরু করে দুলকি চালে। গোল হচ্ছিল না। ৮১ মিনিটে নর্থ চব্বিশ পরগনার হয়ে ডেডলক ভাঙেন জোমুয়ানসাঙ্গা। সেটাই ছিল জয়সূচক গোল। ম্যাচ সেরার পুরস্কার পান জোমুয়ানসাঙ্গা।
এই মুহূর্তে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে জেএইচআর রয়্যাল সিটি। সুন্দরবনের পয়েন্ট ১৩। তারা দু'নম্বরে। হাওড়া-হুগলি ওয়ারিয়ার্সের পয়েন্টও এক। তবে তারা গোল পার্থক্যে পিছিয়ে তৃতীয়। ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল নর্থ ২৪ পরগনা। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পাঁচে নর্থবেঙ্গল। এরপর রয়েছে এফসি মেদিনীপুর। তাদের পয়েন্ট ৭ ম্যাচে ৮। শেষ দুই দল যথাক্রমে বর্ধমান এবং বীরভূম।
