shono
Advertisement
Abneet Bharti

ভারতীয় ফুটবলে 'বাতিল', লাতিন আমেরিকার প্রথম শ্রেণির ক্লাবে সই অবনীতের

শীঘ্রই তাঁর অভিষেক হওয়ার কথা।
Published By: Prasenjit DuttaPosted: 11:58 AM May 02, 2025Updated: 11:58 AM May 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ভারতীয় শিবিরে ডাক পেয়েছিলেন। তবে অজানা কোনও কারণে কারওর মনজয় করতে পারেননি। বাদও পড়তে হয়েছিল। সেই তিনি বলিভিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব অ্যাকাডেমিয়া ডেল বলোমপি বলিভিয়ানোতে যোগ দিয়েছেন। তিনি অবনীত ভারতী। এর আগে তিনি আর্জেন্টিনার সোল ডি মায়োতেও খেলেছিলেন। শীঘ্রই তাঁর অভিষেক হওয়ার কথা।

Advertisement

চেক ন্যাশনাল ফুটবল লিগের ক্লাব এফকে ভার্নসডর্ফ থেকে লোনে অবনীতকে কিনে নিয়েছে বলিভিয়ার ক্লাবটি। ২৬ বছর বয়সি এই ফুটবলার খেলেন সেন্টার ব্যাক পজিশনে। বাবা চাকরি সূত্রে দূতাবাস কর্মী হওয়ায় বিভিন্ন দেশে কাটাতে হয়েছে অবনীতকে। ২০১৯-২০ মরশুমে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন নেপালে জন্মানো এই ফুটবলার। যদিও কেরিয়ারের বেশিরভাগ সময়টা দেশের বাইরেই খেলতে হয়েছে অবনীতকে।

অবনীতের ভাই অনিকেতও একজন ফুটবলার। ২১ বছর বয়সি অনিকেত খেলেন কলম্বিয়ার প্রথম সারির ক্লাব ইন্ডিপেনদিয়েন্তে সান্তা ফে'র যুব দলে। অর্থাৎ দুই ভাইয়েরই আন্তর্জাতিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। তা সত্ত্বেও কেন তাঁদের জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায় না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

২০১৫ সালের কথা। অবনীতকে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপে প্রাথমিকভাবে দলে ডাকা হয়েছিল। তখন তিনি খেলতেন স্পেনের নামকরা ক্লাব রিয়াল ভালাদোলিদের অনূর্ধ্ব-১৯ দলে। অবাক করে দেওয়ার মতো তথ্য হল, স্পেনের ক্লাবে খেলে আসা অবনীতের অনূর্ধ্ব-১৬ ভারতীয় দলে জায়গা হয়নি তখন।

নেপালের কাঠমাণ্ডুতে জন্মের পর ২০০১ সালে তার চলে আসা ইটালিতে। সেখান থেকে নাইজেরিয়া। ফুটবল পাগল দেশগুলিতে থাকার সুবাদেই তাঁর ফুটবলের প্রতি আবেগ জন্মায়। ২০১৮ সালে ইটালির প্রথম শ্রেণির ফুটবল ম্যাগাজিন 'ক্যালসিওমারকাটো' তাঁকে এশিয়ার একুশ বছরের কম বয়সি সেরা এগারো খেলোয়াড়ের তালিকায় অন্তর্ভুক্ত করে। সেই অবনীত আজ বলিভিয়ার ক্লাবে সই করে দেশেরই মুখ উজ্জ্বল করলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বলিভিয়ার শীর্ষ স্থানীয় ক্লাব অ্যাকাডেমিয়া ডেল বলোমপি বলিভিয়ানোতে যোগ দিয়েছেন।
  • তিনি অবনীত ভারতী।
  • এর আগে তিনি আর্জেন্টিনার সোল ডি মায়োতেও খেলেছিলেন।
Advertisement