সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি মরশুমটা একেবারেই ভালো যায়নি ম্যাঞ্চেস্টার সিটির। গতবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা এবার রয়েছে তৃতীয় স্থানে। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে লিভারপুল। মরশুম শেষে দল ছাড়বেন কেভিন ডি ব্রুইন। এবার কি পেপ গুয়ার্দিওলাও ইত্তিহাদের ক্লাব ছাড়তে চলেছেন? কোচিংও কি ছেড়ে দেবেন? তাঁর সাম্প্রতিক মন্তব্যের পর সেই জল্পনা তুঙ্গে ওঠে।
এই মুহূর্তে ৩৫ ম্যাচে ৬৪ পয়েন্ট ম্যাঞ্চেস্টারের নীল দলের। গতবারের চ্যাম্পিয়নদের জন্য এবার প্রথম চারে শেষ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সেই আতঙ্ক এখন অনেকটাই কমেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অনেক আগেই বিদায় ঘটেছে। একমাত্র হাতে পড়ে এফএ কাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। কিন্তু উলভসকে হারানোর পর ম্যান সিটির কোচ গুয়ার্দিওলার মন্তব্য উসকে দিল 'অবসর' জল্পনা।
ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেন, "সিটির সঙ্গে আমার চুক্তি শেষ হলেই আমি কোচিং থামাব। এখনও জানি না, পুরোপুরি অবসর নেব কি না। কিন্তু একটা বড় ছুটি ঠিকই নেব। যদিও আমি জানি না লোকে আমাকে কীভাবে মনে রাখবে?" বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের প্রাক্তন কোচের একটু দার্শনিক ভাবেই বলেন, "মৃত্যুর পর পরিবারের লোকেরা দুই-তিনদিন কাঁদে। তারপর সবাই ভুলে যায়। কোচের জীবনও তাই। তবে ভালো কোচকে সবাই মনে রাখে।"
পেপের মন্তব্যের পরই জল্পনা শুরু হয়ে যায়, কবে সিটির দায়িত্ব ছাড়ছেন তিনি? সিটির সঙ্গে আরও দুই বছরের চুক্তি আছে তাঁর। যে কারণে ফের গোটা বিষয়টির ব্যাখ্যা দিতে মুখ খোলেন পেপ। তাঁর বক্তব্য, "আমি এটা বলিনি যে, এই মরশুম শেষ হলেই ক্লাব ছাড়ব। যদি ওরা আমাকে তাড়িয়ে দেয়, তাহলে ঠিক আছে। আমি এখানে আরও কোচিং করাতে চাই। সেটা এক-দুই, তিন, চার কিংবা পাঁচ বছরও হতে পারে। তারপর ছুটি নেব। তবে অবসর নিচ্ছি না, এটা বলতে পারি।"
