shono
Advertisement
BSL

দুরন্ত চিজোবা-উজ্জ্বলরা, বিএসএলে প্রথম জয় পেল সন্দীপ নন্দীর বর্ধমান ব্লাস্টার্স

দুরন্ত ছন্দে থাকা হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারিয়েছে তারা।
Published By: Prasenjit DuttaPosted: 07:26 PM Dec 31, 2025Updated: 07:26 PM Dec 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে প্রথম জয় পেল সন্দীপ নন্দীর দল বর্ধমান ব্লাস্টার্স। তারা হারিয়েছে দুরন্ত ছন্দে থাকা হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে। বিএসএলে বর্ধমানের কছে ১-৪ গোলে পরাস্ত হয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেল ব্যারেটোর দল।

Advertisement

চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে ছিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। গত ম্যাচে নর্থ বেঙ্গল ইউনাইটেড এফসির বিরুদ্ধে পিছিয়ে পড়ে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল তারা। দুরন্ত ছন্দে ছিলেন পাওলো-ডেভিডরা। তবে বুধবার বোলপুর স্টেডিয়ামে একেবারেই নিষ্প্রভ ছিলেন ব্যারেটোর ছেলেরা। এত নির্বিষ ফুটবল তারা হয়তো এই প্রতিযোগিতায় আগে খেলেনি।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেন সন্দীপ নন্দীর ছেলেরা। দু'মিনিটের মধ্যে বর্ধমানকে এগিয়ে দেন চিজোবা ক্রিস্টোফার। এক মিনিট কাটতে না কাটতে ফের গোল। স্কোর লাইন দ্বিগুণ করেন গৌতম। ১৯ মিনিটে উজ্জ্বলের গোলে ৩-০ এগিয়ে যায় বর্ধমান ব্লাস্টার্স। ২৮ মিনিটে ফের গোল চিজোবার। প্রথমার্ধে বর্ধমানের দাপটের সামনে কার্যত দিশেহারা মনে হয়েছে হাওড়া-হুগলিকে। ৪-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সন্দীপ নন্দীর দল।

চার গোলে এগিয়ে থাকার সুবাদে দ্বিতীয়ার্ধে রক্ষণে লোক বাড়ায় বর্ধমান। ব্যারেটোর দল বহু চেষ্টা করলেও ব্যবধান কমাতে পারছিল না। ফাইজ যখন ৮০ মিনিটে হাওড়া-হুগলির হয়ে ব্যবধান কমাব, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ৪-১ গোলে জিতে বেঙ্গল সুপার লিগে প্রথম ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্ধমান। ম্যাচের সেরার পুরস্কার পান চিজোবা। 

ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে জেএইচআর রয়্যাল সিটি এফসি। সম সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট নিয়ে মেহতাব হোসেনের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসি দ্বিতীয় স্থানে। তৃতীয় হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। তারা ৬ ম্যাচে ১২ পয়েন্টে। প্রথমবার জিতে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তমে বর্ধমান। ছ'ম্যাচে দু'টিতে ড্র করে ২ পয়েন্ট পয়েন্ট তালিকায় সবার শেষে কোপা টাইগার্স বীরভূম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গল সুপার লিগে প্রথম জয় পেল সন্দীপ নন্দীর দল বর্ধমান ব্লাস্টার্স।
  • তারা হারিয়েছে দুরন্ত ছন্দে থাকা হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে।
  • বিএসএলে বর্ধমানের কছে ১-৪ গোলে পরাস্ত হয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে গেল ব্যারেটোর দল।
Advertisement