shono
Advertisement
Sergio Lobera

ভিসার আবেদন করলেন লোবেরা, কবে শহরে আসছেন মোহনবাগানের নতুন কোচ?

আইএসএলকে সামনে রেখে শুক্রবার অনুশীলনে নেমে পড়েছেন ব্রাজিলীয় তারকা রবসন রবিনহো।
Published By: Prasenjit DuttaPosted: 02:57 PM Nov 28, 2025Updated: 03:55 PM Nov 28, 2025

স্টাফ রিপোর্টার: মোহনবাগানে মোলিনা যুগ শেষ হয়েছে। ক্লাবের তরফে নতুন কোচ হিসাবে সের্জিও লোবেরার (Sergio Lobera) নাম ঘোষণা করা হয়েছে সবুজ-মেরুন ক্লাবের পক্ষ থেকে। এবার চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে আসার ভিসার আবেদন করলেন মোহনবাগানের সদ্য দায়িত্ব পাওয়া স্প্যানিশ কোচ। 

Advertisement

রবিবার থেকেই মোহনবাগান (Mohun Bagan) দল অনুশীলন শুরু করতে চলেছে। শনিবারের মধ্যে সব ফুটবলারকে আসতে বলে দেওয়া হয়েছে। তবে এর আগে অবশ্য আইএসএলকে সামনে রেখে শুক্রবার অনুশীলনে নেমে পড়েছেন ব্রাজিলীয় তারকা রবসন রবিনহো। রবিবার অনুশীলনে মোহনবাগানের নতুন কোচের নামার কথা রয়েছে।

যদি এই সময়ের মধ্যে একান্তই ভিসা না পেয়ে শহরে পা না রাখতে পারেন লোবেরা, তাহলে যতদিন তিনি আসছেন না, ততদিন মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনাররা অনুশীলন শুরু করে দেবেন। তিনি এসে পরে যোগ দেবেন অনুশীলনে। এই মরশুমে এখনও পর্যন্ত ওড়িশা এফসি নিজেদের দল গুছিয়ে উঠতে পারেনি। তাদের ভবিষ্যৎ কী, সেটাও বোঝা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে মোহনবাগান থেকে প্রস্তাব পাওয়ার পর আর সেই প্রস্তাবে না করেননি তিনি।

বুধবার দুপুরেই ওড়িশার সঙ্গে সরকারিভাবে চুক্তি ছিন্ন করেন লোবেরা। সন্ধ্যার মধ্যে ওড়িশা এফসি'র তরফ থেকে গোল্ডেন হ্যান্ডশেকের কথা ঘোষণা করে দেওয়া হয়। এদিকে মোহনবাগান ম্যানেজমেন্টও তৈরি ছিল মোলিনাকে নিয়ে। মোলিনার সঙ্গে তারাও গোল্ডেন হ্যান্ডশেক করার পরই দ্রুত লোবেরার সঙ্গে চুক্তি চূড়ান্ত করে মোহনবাগান কোচ হিসাবে সরকারিভাবে লোবেরার নাম ঘোষণা করে দেওয়া হয়।

উল্লেখ্য, মুম্বই সিটিকে একই মরশুমে (২০২১) আইএসএল লিগ-শিল্ড ও কাপ জিতিয়েছেন লোবেরা। ২০২৩ সালের মে মাসে ওড়িশা এফসিতে যোগ দেন এই স্প্যানিশ কোচ। তাঁর কোচিংয়েই ২০২৪ সালের সুপার কাপের ফাইনালে গিয়েছিল ওড়িশা। যদিও চূড়ান্ত লড়াইয়ে ইস্টবেঙ্গলের কাছে হেরে যায় তারা। লোবেরার অধীনে ২০২৩-২৪ আইএসএলে চতুর্থ স্থান অর্জন করে ওড়িশা। তবে গত মরশুমে সাত নম্বরে শেষ করেছিল তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতে আসার ভিসার আবেদন করলেন মোহনবাগানের সদ্য দায়িত্ব পাওয়া স্প্যানিশ কোচ।
  • রবিবার থেকেই মোহনবাগান দল অনুশীলন শুরু করতে চলেছে।
  • শনিবারের মধ্যে সব ফুটবলারকে আসতে বলে দেওয়া হয়েছে।
Advertisement