shono
Advertisement
Mohammedan SC

শেয়ার না পেলে টাকা ফেরত চাইতে পারে শ্রাচি, মুখ্যমন্ত্রীই ভরসা মহামেডান কর্তাদের

ইনভেস্টর সমস্যা যেন আরও জটিল হয়ে পড়েছে মহামেডানের।
Published By: Prasenjit DuttaPosted: 12:05 PM May 10, 2025Updated: 12:05 PM May 10, 2025

স্টাফ রিপোর্টার: আইএসএল শেষ হয়ে গিয়েছে। কিন্তু ইনভেস্টর সমস্যা যেন আরও জটিল হয়ে পড়েছে মহামেডানের। সাদা-কালো কর্তারা খোঁজ করেও নতুন ইনভেস্টর এখনও জোগাড় করতে পারেননি। আবার শ্রাচি ও বাঙ্কারহিলকে নিয়েও এক টেবিলে বসে সমস্যা মেটাতে এখনও সফল হননি আমিরুদ্দিন ববিরা। গত মরশুমের ফুটবলারদের প্রায় সাত মাসের টাকা বাকি। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত এই সমস্যা থেকে মুক্তির চেষ্টা করছেন তাঁরা। মহামেডান কার্যকারী সভাপতি কামরুদ্দিন বলছেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথা তাঁকে বলতে চাই আমরা। এই মাসে ওঁর সময় পাওয়া যাচ্ছে না। আগামী মাসে চেষ্টা করা হচ্ছে কথা বলার।”

Advertisement

সমস্যা ঠিক কোথায়? শেয়ার না পেয়ে এফএসডিএলকে চিঠি দিয়ে শ্রাচি বলে দিয়েছে তারা আর মহামেডানে লগ্নি করবে না। এমনকী, শ্রাচি কর্তা তমাল ঘোষাল বলছেন, “শেয়ার আমরা পাইনি বলেই ফান্ডিং বন্ধ করেছি। শেষ পর্যন্ত শেয়ার না পেলে আমরা যে টাকা লগ্নি করেছি, তা ফেরত চাইতে পারি।”

শ্রাচির দাবি অনুযায়ী প্রায় ষোলো কোটি টাকা লগ্নি করেছে তারা। মহামেডান কর্তাদের দাবি, তাঁরা শেয়ার দিতে চাইলেও আরেক ইনভেস্টর বাঙ্কারহিল কর্তা দীপককুমার সিংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। শেয়ার দেওয়ার পদ্ধতিতে আমিরুদ্দিন ববিরা জানিয়েছেন, তাঁরা একটা শতাংশ শেয়ার তুলে দেবেন বাঙ্কারহিলকে। দীপক সিংরা সেই শেয়ার থেকে আরেকটা ভাগ দেবেন শ্রাচিকে। আমিরুদ্দিন ববিরা বলছেন, “আমরা নতুন ইনভেস্টর খোঁজ করছি। সেই ইনভেস্টর এলে বাঙ্কারহিলের সঙ্গে বসিয়ে দেব। কিন্তু কথা চললেও এখনও কেউ চূড়ান্ত করেনি।”

আর শ্রাচির টাকা ফেরত চাওয়ার কথা শুনে মহামেডান সভাপতি বলেন, “চুক্তি অনুযায়ী ওদের বাঙ্কারহিলের থেকে শেয়ার নেওয়ার কথা। সেটা ওরা বাঙ্কারহিলের থেকে বুঝে নেবে।” এমন জটিল পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীই ভরসা মহামেডান কর্তাদের।

এমনিতে টাকা না পেয়ে ফিফায় গিয়েছেন বেশ কয়েকজন ফুটবলার। কোচ আন্দ্রে চেরনিশভও ফিফায় চিঠি লিখেছেন। তাতে মহামেডানের মতো ঐতিহ্যশালী বাংলার ক্লাবের সম্মানহানি হয়েছে। সেটা নিয়েও ক্ষোভ রয়েছে সাদা-কালো কর্তাদের। সুপার কাপের আগে ক্লাবকর্তারা টাকা তুলে দলকে খেলতে পাঠিয়েছেন ভুবনেশ্বর। সেই সময় নিজেরাই ফুটবলারদের কিছু বকেয়া টাকা দিয়েছেন। কিন্তু এখনও ফুটবলারদের বিশাল অঙ্কের টাকা দেওয়া বাকি। সেই টাকা এখন কে দেয়, সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সাদা-কালো কর্তারা খোঁজ করেও নতুন ইনভেস্টর এখনও জোগাড় করতে পারেননি।
  • আবার শ্রাচি ও বাঙ্কারহিলকে নিয়েও এক টেবিলে বসে সমস্যা মেটাতে এখনও সফল হননি আমিরুদ্দিন ববিরা।
  • গত মরশুমের ফুটবলারদের প্রায় সাত মাসের টাকা বাকি।
Advertisement