সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন তিনেক আগেই মোহনবাগানের কাছে আইএসএল ফাইনাল হেরেছে বেঙ্গালুরু এফসি। তিন বছরে দ্বিতীয়বার ফাইনাল খেলে ফের খালি হাতে ফিরতে হয়েছে সুনীল ছেত্রীদের, সেই একই প্রতিপক্ষের কাছে হেরে। সেই হারের জ্বালা ভুলতে ট্রফি জেতাই এখন পাখির চোখ সুনীলের।
২০২৩ সালের পর ২০২৫। ফের একবার মোহনবাগানের কাছে আইএসএল ফাইনাল হারতে হয়েছে সুনীলের বেঙ্গালুরুকে। নিজের প্রাক্তন ক্লাবের কাছে হারের ধাক্কা যে ভালোই লেগেছে, তা গোপন করাননি তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, 'আমি বুঝতে পারছি সবার অনুভূতি কেমন। হার সবসময়ই যন্ত্রণার। আর এই হারটা ভুলতে অনেকটা সময় লাগবে।"
ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে তিনি আরও লেখেন, "ফাইনাল হারের পর আমি অন্যদের মতোই আচরণ করেছি। প্রত্যেকটা যদি-কিন্তু আর সম্ভাব্য ফলাফল নিয়ে ভাবনাচিন্তা করেছি। প্রত্যেকটা ফ্রি-কিক। প্রত্যেকটা হেডার। প্রত্যেকটা সম্ভাব্য সুযোগ নিয়ে। আর সেজন্যই এমন একটা উপদেশ দেব, যা আমার দর্শনের সঙ্গে মেলে না। আপাতত নিজের প্রিয় আইসক্রিম খাও। ডায়েট ভুলে যাও। জিমে যেও না। যা তোমার মনকে ভালো করতে পারে, তেমন সবকিছু কর।"
কিন্তু এই প্রেসক্রিপশন যে ফাইনাল হারের দুঃখ শুধু সাময়িকভাবে ভোলাতে সক্ষম, তা অজানা নয় সুনীলের। আইএসএলের সর্বকালের সর্বোচ্চ স্কোয়ারের বার্তা, "এতকিছু করার পর শেষ পর্যন্ত এটা মেনে নিতে হবে যে, এই যন্ত্রণা শুধুমাত্র ট্রফি জয়ের মাধ্যমে কমানো সম্ভব।" সামনেই সুপার কাপ রয়েছে। সেখানে ট্রফি জয়ের হাতছানি থাকবে বেঙ্গালুরুর সামনে। ব্যর্থতা ভুল পরের মরশুমে ফের আইএসএলে ট্রফি জয়ের লক্ষ্যেও নামবেন সুনীলরা।
