সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৫ অক্টোবর থেকে গোয়ায় শুরু হতে চলেছে সুপার কাপ। চলবে ২২ নভেম্বর পর্যন্ত। আর এবার ঘোষণা হয়ে গেল সুপার কাপের সময়সূচি। গ্রুপ এ-তে মোহনবাগান, ইস্টবেঙ্গলের সঙ্গে একই গ্রুপে রয়েছে চেন্নাইন এফসি এবং রিয়াল কাশ্মীর। কবে নামতে চলেছে দুই প্রধান? কবেই বা ডার্বি?
মোহনবাগানের প্রথম ম্যাচ ২৫ অক্টোবর। প্রতিপক্ষ চেন্নাইন এফসি। এরপর ২৮ অক্টোবর রিয়াল কাশ্মীরের মুখোমুখি হতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ৩১ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের বিপক্ষে নামতে চলেছে মোহনবাগান। অন্যদিকে, ইস্টবেঙ্গলেরও প্রথম ম্যাচ ২৫ অক্টোবর। প্রতিপক্ষ রিয়াল কাশ্মীর। ২৮ তারিখ লাল-হলুদের মুখোমুখি চেন্নাইন। ৩১ অক্টোবর চলতি মরশুমে তৃতীয় ডার্বিতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান-ইস্টবেঙ্গল।
গ্রুপ বি-তে রয়েছে এফসি গোয়া, জামশেদপুর, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি। মহামেডান স্পোর্টিং ক্লাব তাদের সুপার কাপ অভিযান শুরু করবে ৩০ অক্টোবর। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গ্রুপ সি-তে মহামেডান, বেঙ্গালুরুর সঙ্গে রয়েছে পাঞ্জাব এফসি, গোকুলাম কেরালা। ডি গ্রুপে মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, হায়দরাবাদ এফসি এবং রাজস্থান ইউনাইটেড। উল্লেখ্য, মাস খানেক আগে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে জানিয়েছিলেন, আইএসএলের আগেই সুপার কাপ হবে। সেই মতো দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছিল সপ্তাহ খানেক আগেই। আর বৃহস্পতিবার ড্রয়ের মাধ্যমে সুপার কাপের গ্রুপ বিন্যাস করা হল।
সুপার কাপে তিন প্রধানের ম্যাচ
২৫ অক্টোবর: মোহনবাগান বনাম চেন্নাইন এফসি
২৮ অক্টোবর: মোহনবাগান বনাম রিয়াল কাশ্মীর
৩১ অক্টোবর: মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল
২৫ অক্টোবর: ইস্টবেঙ্গল বনাম রিয়াল কাশ্মীর
২৮ অক্টোবর: ইস্টবেঙ্গল বনাম চেন্নাইন এফসি
৩১ অক্টোবর: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান
৩০ অক্টোবর: মহামেডান বনাম বেঙ্গালুরু এফসি
২ নভেম্বর: মহামেডান বনাম পাঞ্জাব এফসি
৫ নভেম্বর: মহামেডান বনাম গোকুলাম কেরালা
