shono
Advertisement
Supreme Court

কোন পথে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ? সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় ক্রীড়ামহল

আইএসএলের ভবিষ্যৎ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে শীর্ষ আদালতের রায়।
Published By: Anwesha AdhikaryPosted: 01:04 PM Jul 18, 2025Updated: 04:47 PM Jul 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে সবাই এই মুহূর্তে তাকিয়ে রয়েছে শীর্ষ আদালতের দিকে। ফেডারেশনের নির্বাচন, সংবিধান রচনা, আইএসএল-সহ নানা বিষয়ে সমাধানের জন্য সবাই তাকিয়ে আদালতের দিকে। বেশ কিছুদিন ধরে শুনানি চলার পর এখন শীর্ষ আদালতের রায়ের অপেক্ষা।

Advertisement

আইএসএল কি আদৌ হবে? নাকি এই মরশুমে বন্ধ রাখা হবে? হলে কীভাবে বা কবে থেকে হবে? সব কিছুর উত্তর পাওয়া সম্ভব হবে, একমাত্র আদালতের রায় জানতে পারলে। কারণ, শীর্ষ আদালত থেকে অনেক আগেই কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশনকে বলে দেওয়া হয়েছে, এফএসডিএলের সঙ্গে আলোচনায় না বসতে। ফলে এফএসডিএলের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কারা বসবেন, কবে বসবেন-সব কিছুই নির্ভর করছে শীর্ষ আদালতের রায়ের উপর। যা যেকোনও দিনই আসতে পারে।

এসবের পাশাপাশি ফের বিশাল আর্থিক সমস্যার মুখে পড়তে পারে ভারতীয় ফুটবল ফেডারেশন। আই লিগের চ্যাম্পিয়নশিপ নিয়ে ফেডারেশন জানিয়েছে, চার্চিল ব্রাদার্স চ্যাম্পিয়ন। এরই প্রতিবাদে 'ক্যাস'-এ গিয়েছে ইন্টার কাশী। প্রথম দফার মিটিং শেষে 'ক্যাস' রায় দিয়েছে ইন্টার কাশীর পক্ষে। দ্বিতীয় দফার সিদ্ধান্ত এখনও জানানো বাকি। যদি সেই সিদ্ধান্তও ইন্টার কাশীর পক্ষে যায়, সমস্যায় পড়বে ফেডারেশন। যা জানা যাচ্ছে, তাতে ফেডারেশনকে বিশাল আর্থিক জরিমানা করতে পারে 'ক্যাস'। এরকমটা সত্যিই হলে মারাত্মক সমস্যায় পড়বে ফেডারেশন। কিছুদিন আগে প্রাক্তন জাতীয় কোচ ইগর স্টিমাচের জন্য বিশাল আর্থিক গুণাগার দিতে হয়েছে। এবার ফের জরিমানা হলে সমস্যা বাড়বে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শীর্ষ আদালত থেকে অনেক আগেই কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফেডারেশনকে বলে দেওয়া হয়েছে, এফএসডিএলের সঙ্গে আলোচনায় না বসতে।
  • বিশাল আর্থিক সমস্যার মুখে পড়তে পারে ভারতীয় ফুটবল ফেডারেশন।
  • কিছুদিন আগে প্রাক্তন জাতীয় কোচ ইগর স্টিমাচের জন্য বিশাল আর্থিক গুণাগার দিতে হয়েছে।
Advertisement