shono
Advertisement
Manchester City

লক্ষ্য ফুটবলের উন্নয়ন, মুখ্যমন্ত্রীর লন্ডন সফরেই ম্যান সিটির সঙ্গে চুক্তি টেকনো ইন্ডিয়া গ্রুপের

তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ।
Published By: Subhajit MandalPosted: 01:46 PM Mar 21, 2025Updated: 01:46 PM Mar 21, 2025

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর চলাকালীনই ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের ফুটবল ক্লাবের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ।

Advertisement

মুখ্যমন্ত্রী ২২ মার্চ লন্ডন যাচ্ছেন। কিছুদিন আগে ম্যাঞ্চেস্টার সিটির তরফে তাঁকে চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে অনুরোধ করা হয় ক্লাবের লন্ডন অফিসে যাওয়ার জন্য এবং সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময়ে উপস্থিত থাকার জন্য। ওই চিঠিতে কমিউনিটি ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং তৃণমূল স্তরের ফুটবলের উন্নয়নের বিষয়ে জানানো হয়েছে। এ বিষয়গুলি নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চায়। বাংলার ফুটবলের উন্নয়নের বিষয়টি যে আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে, তা ওই চিঠিতেই স্পষ্ট।

কিন্তু মুখ্যমন্ত্রীর এবারের সফরে ঠাসা কর্মসূচি রয়েছে। সেজন্য তিনি ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের ডিরেক্টর-পার্টনার (স্কুলস) জোনাথন স্মিথকে চিঠি দিয়ে জানিয়েছেন, আপনাদের আমন্ত্রণের জন্য ধন্যবাদ। বিশ্ব ফুটবলে ম্যাঞ্চেস্টার সিটি একটি উজ্জ্বল নাম। ফুটবল খেলার প্রতি আমাদের গভীর অনুরাগ রয়েছে। কলকাতা এবং ম্যাঞ্চেস্টার সিটির মধ্যে ফুটবল নিয়ে একসঙ্গে কাজ করলে তা খুবই উল্লেখযোগ্য বিষয় হবে। কিন্তু লন্ডনে আমার সময় কম থাকায় আপনাদের অফিসে এবার যেতে পারছি না। ২৫ মার্চ লন্ডনে একটি বাণিজ্য সম্মেলন রয়েছে। আমি খুবই খুশি হব, যদি সেখানে আপনারা আসেন, তাহলে সেখানেই টেকনো ইন্ডিয়া গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

প্রসঙ্গত, টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে রাজ্যে একটি ফুটবল স্কুল তৈরি হওয়ার কথা। সেজন্য ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে টেকনো গ্রুপ। এই মুহূর্তে ইউরোপীয় ক্লাব ফুটবলে সাফল্যের বিচার করলে একেবারে প্রথম সারিতে উচ্চারিত হয় সিটির নাম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর চলাকালীনই ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল স্কুলের সঙ্গে টেকনো ইন্ডিয়া গ্রুপের ফুটবল ক্লাবের চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।
  • তৃণমূল স্তরে ফুটবলের উন্নয়নে ইংল্যান্ডের বিখ্যাত ক্লাবের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে টেকনো ইন্ডিয়া গ্রুপ।
  • টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে রাজ্যে একটি ফুটবল স্কুল তৈরি হওয়ার কথা।
Advertisement