সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক যুগেরও বেশি সময় ধরে রিয়াল মাদ্রিদ এবং তিনি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছিলেন। লুকা মদ্রিচ। রিয়ালের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক এবার শেষ হল। যদিও রিয়ালের জার্সিতে শেষ ম্যাচটা ভালো গেল না তাঁর। ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সেমিফাইনালে পিএসজি'র কাছে ০-৪ গোলে পরাস্ত হতে হল মদ্রিচদের। জানা গিয়েছে, তাঁর পরবর্তী গন্তব্য এসি মিলান।
এদিন ম্যাচের প্রথম ২৪ মিনিটেই কার্যত তছনছ হয়ে যায় রিয়াল দুর্গ। পিএসজি'র মুহুর্মুহু আক্রমণে ফালা ফালা হয়ে গেল রিয়াল রক্ষণ। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে ম্যাচ থেকে কার্যত ছিটকে যেতে লস ব্ল্যানকসদের। রিয়ালের ছন্নছাড়া রক্ষণ আর নড়বড়ে মাঝমাঠের ফাঁকে গলে ওই কয়েক মিনিটেই ম্যাচ বের করে নিয়ে চলে গেলেন পিএসজি ফরওয়ার্ডরা। যদিও গোটা কেরিয়ারে মদ্রিচের কৃতিত্বকে কোনওভাবে খাটো করা যাবে না।
গত মে মাসে ইনস্টাগ্রামে বিদায়ী বার্তায় তিনি লিখেছিলেন, ‘সময় এসেছে। চাইনি এই মুহূর্তটা আসুক। কিন্তু এটা ফুটবল। আর জীবনে সব কিছুরই শুরু এবং শেষ থাকে… শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের জার্সিতে শেষ ম্যাচ খেলব। ২০১২ সালে বিশ্বের সেরা দলের জার্সি পরার ইচ্ছা নিয়ে এখানে এসেছিলাম। বড় কিছু করার করে দেখানোরও ইচ্ছা ছিল। কিন্তু এরপর এখানে যা পেয়েছি, তা ভাবতে পারিনি। একজন ফুটবলার এবং মানুষ হিসেবে আমার জীবন বদলে দিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সেরা ক্লাবটির অন্যতম সফল যুগের অংশ হতে পেরে আমি গর্বিত।’
উল্লেখ্য, গত কয়েক মরশুম ধরেই মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে চলছিল রিয়াল মাদ্রিদ। যদিও এবার আর তার ধার ধারলেন না মদ্রিচ। দীর্ঘ ১৩ বছরের কেরিয়ারে রিয়ালের জার্সিতে জিতেছেন ২৮টি ট্রফি। অবশেষে সেই সম্পর্কে ছেদ পড়ল। রিয়াল মাদ্রিদ অধ্যায় মদ্রিচের পরবর্তী গন্তব্য হিসেবে এসি মিলানের নাম শোনা যাচ্ছে। কিন্তু এবার বিষয়টি নিশ্চিত করেছে ইটালিয়ান ক্লাবের নতুন কোচ মাস্সিমিলিয়ানো আলেগ্রি। কোচ হিসেবে মিলানের নিজের প্রথম সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "আগস্টে আমাদের সঙ্গে যোগ দিতে চলেছেন মদ্রিচ। ও অসাধারণ একজন ফুটবলার।"
