সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৭ তারিখ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ইস্টবেঙ্গল। ডুরান্ড ডার্বিকে ঘিরে এখন থেকেই চড়ছে উন্মাদনার পারদ। কবে, কখন থেকে পাওয়া যাবে মেগা ডার্বির টিকিট?
জানা গিয়েছে, ১৪ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বুক মাই শো অ্যাপ থেকে পাওয়া যাবে টিকিট। জনপ্রতি দু'টি করে টিকিট দেওয়া হবে। অনলাইন রিডেম্পশন মহামেডান স্পোর্টিং ক্লাবের বক্স অফিস থেকে করা যাবে ১৪, ১৬ এবং ১৭ আগস্ট সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। তাছাড়াও অফলাইন টিকিট বিক্রি হবে মোহনবাগান ক্লাব এবং ইস্টবেঙ্গল ক্লাবের বক্স অফিস থেকেও। যা শুরু হবে ১৬ আগস্ট, সকাল ১১টা থেকে। এক্ষেত্রেও প্রতি ব্যক্তির জন্য বরাদ্দ ২টি টিকিট।
মঙ্গলবার শেষ আটের সূচি ঘোষণা করেছে ডুরান্ড কর্তৃপক্ষ। সেই সূচি অনুযায়ী, আগামী ১৭ আগস্ট সন্ধে ৭টায় যুবভারতীতে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই প্রধান। গ্রুপ 'এ' থেকে তিন ম্যাচের তিনটিতেই জিতে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে ইস্টবেঙ্গল। গ্রুপ 'বি' থেকে মোহনবাগানও অপরাজিত থেকে পরের রাউন্ডে উঠেছে।
ইস্ট-মোহন ছাড়া বাংলা থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা আর এক দল ডায়মন্ড হারবার এফসি শক্তিশালী প্রতিপক্ষ জামশেদপুর এফসির মুখোমুখি হচ্ছে। ১৭ আগস্ট রবিবারই জামশেদপুরে ওই ম্যাচ খেলতে হবে ডায়মন্ড হারবারকে। প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হবে শিলং লাজং এফসি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বোড়োল্যান্ড এফসি'র মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড। দু'টি ম্যাচই ১৬ আগস্ট শনিবার আয়োজিত হবে। যদিও কলকাতার সমর্থকদের নজর ডার্বি নিয়ে। শোনা যাচ্ছে, টিকিটের দাম রাখা হবে ২০০, ২৫০ এবং ৩০০ টাকা।
