shono
Advertisement

মাত্র ৫০ টাকার জন্য মহিলাকে কোপাল যুবক

মহিলার ছেলের কাছে ওই ৫০ টাকা পেত যুবক৷ The post মাত্র ৫০ টাকার জন্য মহিলাকে কোপাল যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:56 PM Feb 07, 2017Updated: 09:26 AM Feb 07, 2017

স্টাফরিপোর্টার, মালদহ: মাত্র ৫০ টাকা চাহিদা ছিল৷ তার জন্যই মহিলার মাথায় কোপ মারার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহ থানার বালা সাহাপুর গ্রামে৷ এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়৷ আক্রান্তের নাম সাবিত্রী মণ্ডল৷ আশঙ্কাজনক অবস্থায় মালদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে৷ অভিযুক্ত ছোটন মণ্ডল পলাতক৷

Advertisement

হাতির হামলা রুখতে দমকলের ধাঁচে বিশেষ গাড়ি আনছে বনদপ্তর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাবিত্রী দেবীর ছেলে লক্ষ্মণ মণ্ডল পেশায় রাজমিস্ত্রি৷ তার সঙ্গেই জোগানদারের কাজ করত ছোটন৷ সেই সূত্রে লক্ষ্মণের কাছে ৫০ টাকা পাওনা ছিল ছোটনের৷ কয়েকদিন ধরে সেই টাকা চেয়ে পায়নি সে৷ সোমবার রাতে সেই টাকা চাইতে লক্ষ্মণের বাড়িতে যায় ছোটন৷ সেই সময় তিনি বাড়িতে ছিলেন না৷ ফলে অশ্রাব্য ভাষায় গালাগালি শুরু করে ছোটন৷ বাড়িতে ছিলেন সাবিত্রীদেবী৷ তিনি গালাগালির প্রতিবাদ করেন৷ এর জেরেই আচমকাই নিজের কাছে থাকা ধারালো অস্ত্র বের করে সাবিত্রীদেবীর মাথায় কোপ বসিয়ে দেয় ছোটন৷

লক আপে মাছ-ভাত খাওয়ার বায়নাক্কা ‘সাইকো’ উদয়নের

কোপ মেরেই বিপদ বুঝে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ছোটন৷ প্রতিবেশীরা সাবিত্রীদেবীকে হাসপাতালে নিয়ে যান৷ ওল্ড মালদহ থানার পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্ত ছোটনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে৷

১০০ টাকার বেশি খুচরো জমা নয়, ভুগতে পারেন বাসযাত্রীরা

The post মাত্র ৫০ টাকার জন্য মহিলাকে কোপাল যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement